Home আপডেট Suvendu Adhikari: ১৭ লক্ষ ভুয়ো ভোটারের তালিকাসহ নির্বাচন কমিশনকে চিঠি দিলেন শুভেন্দু

Suvendu Adhikari: ১৭ লক্ষ ভুয়ো ভোটারের তালিকাসহ নির্বাচন কমিশনকে চিঠি দিলেন শুভেন্দু

Suvendu Adhikari: ১৭ লক্ষ ভুয়ো ভোটারের তালিকাসহ নির্বাচন কমিশনকে চিঠি দিলেন শুভেন্দু

[ad_1]

ফের একবার রাজ্যে ভুয়ো ভোটার নিয়ে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার প্রায় ১৭ লক্ষ ডুপ্লিকেট ভোটারের তালিকাসহ রাজ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠিয়েছেন তিনি। গত ২ ফেব্রুয়ারি এবিষয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করেছিলেন শুভেন্দুবাবু। তার পরও এই ডুপ্লিকেট ভোটারদের বাদ দিতে কেন কোনও পদক্ষেপ করা হল না তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনি।

এদিন এক সাংবাদিক বৈঠকে শুভেন্দুবাবু বলেন, গত ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের দিন জাতীয় নির্বাচন কমিশনার ভোটার তালিকা প্রকাশ করে। তার ৪ – ৫ দিন পরে আমাদের হাতে। আমরা প্রায় ৩ সপ্তাহ ধরে সেই ভোটার তালিকা খতিয়ে দেখে মোট ১৬ লক্ষ ৯১ হাজার ১৩২টি ডুপ্লিকেট ভোটারের নাম পেয়েছি। এদের নাম – বাবার বা স্বামীর নাম ও বয়স মিলে গিয়েছে। এছাড়া ১১ হাজার জন ভোটারের ক্ষেত্রে ভোটার কার্ডের নম্বরও মিলে গিয়েছে। ৪২টি কেন্দ্রের ডুপ্লিকেট ভোটারের নামসহ ১৪ হাজার ২৬৭ পাতার নথি আমরা রাজ্য নির্বাচনী আধিকারিকের কাছে জমা দিয়েছি।

বিজেপির দাবি, রাজ্যে বিভিন্ন জায়গায় পরিকল্পনা করে ভুয়ো ভোটারের নাম ভোটার তালিকায় ঢুকিয়ে রেখেছে তৃণমূল। সেই সব ভোটারের হয়ে ছাপ্পা মারবে তৃণমূলের কেষ্ট বিষ্টুরা। তাই ভোটের আগে ভোটার তালিকা থেকে এদের নাম বাদ দেওয়া একান্ত প্রয়োজনীয়।

শুভেন্দুবাবু বলেন, গত ২ ফেব্রুয়ারি আমি নির্বাচন কমিশনের দফতরে গিয়ে এব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছিলাম। সমস্ত রকম প্রযুক্তিগত সুবিধা থাকা সত্বেও তিনি এখনও পদক্ষেপ করেননি কেন।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here