Home আপডেট Suvendu Adhikari: BJP কর্মীদের নামে যে পুলিশ ভুয়ো মামলা করেছে তাদের বিরুদ্ধে আদলতে যাব: শুভেন্দু

Suvendu Adhikari: BJP কর্মীদের নামে যে পুলিশ ভুয়ো মামলা করেছে তাদের বিরুদ্ধে আদলতে যাব: শুভেন্দু

Suvendu Adhikari: BJP কর্মীদের নামে যে পুলিশ ভুয়ো মামলা করেছে তাদের বিরুদ্ধে আদলতে যাব: শুভেন্দু

[ad_1]

বিজেপি কর্মীদের বিরুদ্ধে ভুয়ো মামলা করলে আইনি পরিণতি ভোগার জন্য পুলিশকে সতর্ক করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার বিকেলে আদালতের অনুমতি নিয়ে খেজুরির কামারদায় জনসভায় একথা বলেন তিনি। এদিনের সভায় রবীন মান্নাসহ বেশ কয়েকজন বিজেপি কর্মী জামিন পেয়েছেন বলে জানান শুভেন্দুবাবু। সভায় হাজির জামিনে বিজেপি কর্মীদের সংবর্ধনাও দেন তিনি।

এদিন শুভেন্দুবাবু বলেন, ‘এসপি নেতৃত্বে মমতার নির্দেশে যত মামলা করেছে এই ওসি আমি সবগুলোর সার্টিফায়েড কপি তুলব। তার পর রবীন মান্নার স্ত্রীকে দিয়ে হাইকোর্টে মিথ্যা মামলার বিরুদ্ধে রিট পিটিশন দায়ের করব। কী ভাবে আইনি পথে এই অত্যাচারী বর্বর মমতা বাহিনীকে জবাব দেওয়া যায় তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করব’।

শনিবার তিনি বলেন, ‘পঞ্চায়েত ভোটের পর থেকে খেজুরিতে নজিরবিহীন সন্ত্রাস করেছে তৃণমূল ও তার পুলিশ। তবে যেখানে যাই হোক আমি সব সময় বিজেপি কর্মীদের পাশে আছি। আপনারা দেখেছেন, যখন যে আক্রান্ত হয়েছে আমি ছুটে গেছি। বিজেপি কর্মীকে ভুয়ো মামলায় গ্রেফতার করলে থানায় গিয়ে প্রতিবাদ জানিয়েছি। দিন হোক বা রাত, আমি আপনাদের পাশে আছি।’

তিনি মনে করান, ‘আমি বলেছিলাম রবীন মান্নাসহ সবার জমিন করিয়ে কামারদায় সভা করব। রবীন জামিন পেয়ে গিয়েছে। ও বাড়ির পথে।’ উপস্থিত বিজেপি কর্মীদের প্রতি শুভেন্দুবাবুর আবেদন, এবার খেজুরি বিধানসভা থেকে ৫০ হাজার লিড দিতে হবে বিজেপিকে। সেজন্য ভয় ভীতি সরিয়ে রেখে দলীয় কর্মীদের ময়দানে নামার পরামর্শ দেন তিনি। শুভেন্দুবাবুর এই সভার অনুমতি দেয়নি পুলিশ। হাইকোর্টে গিয়ে শুক্রবার সভার অনুমতি আদায় করে বিজেপি। 

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here