Home আপডেট Suvendu on Sandeshkhali: সোমবার ১৪৪ ধারা ভাঙতে সন্দেশখালি যাব, রাজভবন অভিযানের পর হুঁশিয়ারি শুভেন্দুর

Suvendu on Sandeshkhali: সোমবার ১৪৪ ধারা ভাঙতে সন্দেশখালি যাব, রাজভবন অভিযানের পর হুঁশিয়ারি শুভেন্দুর

Suvendu on Sandeshkhali: সোমবার ১৪৪ ধারা ভাঙতে সন্দেশখালি যাব, রাজভবন অভিযানের পর হুঁশিয়ারি শুভেন্দুর

[ad_1]

জনজাগরণের সন্দেশখালিতে শান্তি ফেরাতে ২৪ ঘণ্টার মধ্যে তৎপর হতে হবে রাজ্যপালকে। এমনই দাবি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার সন্দেশখালির প্রতিবাদীদের পাশে থাকার বার্তা দিয়ে বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত মিছিল করেন বিজেপি বিধায়করা। এর পর হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, সোমবার ১৪৪ ধারা ভাঙতে সন্দেশখালি যাবেন বিজেপি বিধায়করা। আমাদের গ্রেফতার করুক। দেখি কত ক্ষমতা ওদের।

এদিন শুভেন্দুবাবু বলেন, ‘সন্দেশখালিতে এলাকা দখলের জন্য সেই সিপিএমের কায়দায় চটি পরা ক্যাডার আর খাকি পোশাকের পুলিশ ডিজি তারানিয়া, অরুণ গুপ্তারা যা করেছিলেন, রাজীব কুমার, মনোজ ভার্মা, আকাশ মাঘারিয়ারা একই কাজ ওখানে করছেন’।

আরও পড়ুন: কার অনুমোদন আছে, কার নেই, সংবাদপত্রে বিজ্ঞাপন দিন, বিএড কলেজ নিয়ে রাজ্যকে বলল HC

এর পরই ক্ষুব্ধ শুভেন্দুূবাবুকে বলতে শোনা যায়, ‘আমরা রাজ্যপালের কাছে আবেদন নিয়ে আসিনি। সংবিধানের তিনি প্রধান। তিনি আক্রান্তদের নিরাপত্তা দিতে বাধ্য। রাজ্যপাল আজ কেরল থেকে ফিরবেন। আমাদের দাবি, উনি কালকের মধ্যে এলাকায় পৌঁছন। ১৪৪ ধারা প্রত্যাহারের ব্যবস্থা করুন। ইন্টারনেট চালু করুন। মমতা পুলিশ ব্যর্থ হলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে জনগণের মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা করুন। বিজেপি কোনও ভাবে জনগণের সংগঠিত প্রতিবাদকে পুলিশকে ব্যবহার করে পদদলিত করতে দেবে না। ভারতীয় জনতা পার্টির বিধায়করা সোমবার বিধানসভায় জড়ো হয়ে ১৪৪ ধারা ভাঙতে সন্দেশখালি যাব’।

রাজ্যপালকে সময়সীমা বেঁধে দিয়ে শুভেন্দুবাবু বলেন, ‘আমরা রাজ্যপালকে ২৪ ঘণ্টা সময় দিয়ে গেলাম। কালকের মধ্যে যদি শান্তি পুনঃপ্রতিষ্ঠা না করেন সোমবার আমরা ১৪৪ ধারা ভাঙব। কত ক্ষমতা আছে, গ্রেফতার করুন আমাদের। আর রাজ্যপালের সেক্রেটারিকে বলে গেলাম। ভাইপো এখানে এসে সাত দিন ধরে ছামড়া বেঁধে বিনীত গোয়েলের সৌজন্যে ধরনা নাটক করেছে। সন্দেশখালিকে বাঁচানোর জন্য আপনি কিছু না করলে আপনার সিঁড়িতে বসে বিজেপির বিধায়করা লাগাতার ধরনা দেবে’।

আরও পড়ুন: জামিন হল না আরাবুলের, মুখ ঢেকে এলেন তৃণমূলের দাপুটে নেতা

এদিন সকালে সন্দেশখালিতে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শুভেন্দু। সেখানে রাজ্য পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি। বলেন, তৃণমূলের গুন্ডাদের সাথে নিয়ে রাতের অন্ধকারে প্রতিবাদীদের বাড়িতে হামলা চালাচ্ছে তৃণমূল।

বলে রাখি, ব্যক্তিগত সফরে কেরলে রয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখান থেকেই সন্দেশখালির পরিস্থিতির দিকে তিনি নজর রেখেছেন বলে সূত্রের খবর।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here