Home আপডেট Suvendu Vs Kunal: ‘ভোট এলেই মোদীজি রামচন্দ্র মহারাজকে…’ অতীতে এসব কী বলেছিলেন শুভেন্দু? ভিডিয়ো দেখালেন কুণাল

Suvendu Vs Kunal: ‘ভোট এলেই মোদীজি রামচন্দ্র মহারাজকে…’ অতীতে এসব কী বলেছিলেন শুভেন্দু? ভিডিয়ো দেখালেন কুণাল

Suvendu Vs Kunal: ‘ভোট এলেই মোদীজি রামচন্দ্র মহারাজকে…’ অতীতে এসব কী বলেছিলেন শুভেন্দু? ভিডিয়ো দেখালেন কুণাল

[ad_1]

গোটা দেশ আজ রামচন্দ্রের আবেগে ভাসছে। অযোধ্য়ায় রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কর্মসূচিতে ছিলেন প্রধান যজমান। এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতায় বিরাট মিছিল বের করেন। তবে বিরোধীদের দাবি রামমন্দিরের কর্মসূচিকে কেন্দ্র করে রাজনীতিকরণের চেষ্টা করা হচ্ছে।

এসবের মধ্য়েই শুভেন্দু অধিকারীর একটা পুরানো ভিডিয়ো এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তবে এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। সেই ভিডিয়োতে শোনা যাচ্ছে তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু বক্তব্য রাখতে গিয়ে বলছেন, যখন ভোট আসে তখন ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজকে পোলিং এজেন্ট বানিয়ে ফেলেন মোদীজি। বলছেন শুভেন্দু। তখন তিনি অবশ্য বিজেপি নেতা নন। তখন তিনি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দলের অন্য়তম বড় সৈনিক ছিলেন। তাঁকে ওই ভিডিয়োতে বলতে শোনা যায়, এই জন্য়েই হিন্দুত্বের সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই।( এটা পুরনো ভিডিয়ো)

 

তবে উত্তর কলকাতার গণেশ টকিজের বৈকুন্ঠপুর মন্দির থেকে শুরু হওয়া মিছিলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বহু বিজেপি নেতা, কর্মী হাজির ছিলেন। শুভেন্দু অধিকারী বলেন, ৫০০ বছর বাদে আজ আশা পূরণ হল। আমি সব শুভ কাজ করার আগে এই মন্দিরে মাথা ঠেকিয়ে গিয়েছি। আমরা কোনও রাজনৈতিক কর্মসূচি করিনি। এই দেশ সনাতনীদেশ। এই দেশ সাধু সন্তদের যে অবদান সেটা আমরা কোনওদিন ভুলতে পারব না। এই আবেগ একেবারে অন্য়।

রামের দিন ২২ জানুয়ারি। আর সেদিন এই ভিডিয়ো পোস্ট করে কার্যত অতীতকে মনে করালেন কুণাল। তবে এই ভিডিয়ো পোস্ট করার পরে নেটিজেনরা নানা মন্তব্য করছেন। একজন লিখেছেন, যাহাই শুভেন্দু তাহাই কুণাল। একই মুদ্রার এপিঠ আর ওপিঠ।

অপর একজন লিখেছেন আপনার টুইট দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে শুভেন্দু অধিকারী আপনার ও আপনার দলের প্রত্যেকের…প্রতিদিন বিছুটি ঘষে দিচ্ছে আর আপনি দৌড়চ্ছেন জ্বালা মেটানোর জন্য…

রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে অযোধ্য়ায়। আর বাংলায় হয়েছে সংহতি মিছিল। কলকাতার রাস্তায় হেঁটেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। বিভিন্ন ধর্মের প্রতিনিধিরাও ছিলেন এই মিছিলে।

একদিকে মোদী জানিয়েছেন, কিছু মানুষ একটা সময় বলতেন রামমন্দির করলে আগুন লেগে যাবে। তাঁরা জানতেন না। …আমরা দেখছি এই নির্মাণ কোনও আগুন আনেনি এটা শক্তি এনে দিয়েছে। আমি ওই মানুষদের আহ্বান করছি আপনাদের মনোভাবের ফের পুনর্বিবেচনা করুন।

আর কলকাতায় সংহতি মিছিলে মমতা বললেন, ভোট এলেই দেশ বিক্রির চেষ্টা করা হয়। ভোট এলেই ধর্মের সুরসুরি দেওয়া হয়। আমার আপত্তি নেই কেউ যদি রামের পুজো করলে। কিন্তু ধর্মীয় হানাহানির বিরুদ্ধে সরব হন মমতা।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here