Home আপডেট Swasthya Sathi card: স্বাস্থ্যসাথী কার্ডে বেশিবার অ্যাঞ্জিওগ্রাফি নয়, কতবার পারবেন? জানাল রাজ্য

Swasthya Sathi card: স্বাস্থ্যসাথী কার্ডে বেশিবার অ্যাঞ্জিওগ্রাফি নয়, কতবার পারবেন? জানাল রাজ্য

Swasthya Sathi card: স্বাস্থ্যসাথী কার্ডে বেশিবার অ্যাঞ্জিওগ্রাফি নয়, কতবার পারবেন? জানাল রাজ্য

[ad_1]

স্বাস্থ্যসাথী কার্ডে তাই বিভিন্ন ধরনের বেনিয়মের অভিযোগ ওঠে। এবার এই বেনিয়ম ঠেকাতে আরও তৎপর হল স্বাস্থ্য দফতর। বিশেষ করে অনেক ক্ষেত্রেই দেখা যায়, একাধিক রোগী বারবার অ্যাঞ্জিওগ্রাফির করে থাকেন। সাধারণত আয়ুষ্মান ভারত প্রকল্পে অ্যাঞ্জিওগ্রাফির খরচ দেওয়া হয় না। শুধুমাত্র অ্যাঞ্জিওপ্লাস্টির খরচ পাওয়া যায়। তবে স্বাস্থ্যসাথী কার্ডে অ্যাঞ্জিওগ্রাফির জন্য ১০ হাজার টাকা এবং অ্যাঞ্জিওপ্লাস্টির জন্য ৭০ হাজার টাকা দেওয়া হয়। কিন্তু বারবার অ্যাঞ্জিওগ্রাফির অর্থ বরাদ্দে সমস্যা হচ্ছে স্বাস্থ্য দফতরের। এই অবস্থায় স্বাস্থ্যসাথী প্রকল্পে একজন রোগী কতবার অ্যাঞ্জিওগ্রাফি করতে পারবেন সে বিষয়টি নির্দিষ্ট করল স্বাস্থ্য দফতর।

স্বাস্থ্য দফতর সুত্রে জানা গিয়েছে, সাধারণত কোনও রোগীর বুকে ব্যথা হয়েছিল কিনা, সেটা ধরার কোনও উপায় থাকে না। স্বাস্থ্যসাথীর বিল পরীক্ষা করে দেখা গিয়েছে, ১০০ জনের মধ্যে ৪০ শতাংশ মানুষের অ্যাঞ্জিওপ্লাস্টির প্রয়োজন হয়। তবে অনেকেই বারবার অ্যাঞ্জিওগ্রাফি করছেন। এই অবস্থায় স্বাস্থ্য দফতরের তরফে নির্দিষ্ট করা হয়েছে, কোন রোগী খুব প্রয়োজন না হলে বা শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক না হলে ছ’মাস বা এক বছরের মধ্যে স্বাস্থ্যসাথী প্রকল্পে দ্বিতীয়বার অ্যাঞ্জিওগ্রাফি করতে পারবে না। তবে সেক্ষেত্রে অ্যাঞ্জিওগ্রাফির প্রয়োজন হলে ডিএম বা ডিএনবি যোগ্যতা সম্পন্ন চিকিৎসকের সুপারিশ থাকতে হবে। এর ফলে এই প্রবণতা কমবে বলে মনে করেছ স্বাস্থ্য দফতর।

এর পাশাপাশি স্বাস্থ্যসাথী প্রকল্পে অনিয়ম রুখতে এই প্রকল্পের পোর্টালে চিকিৎসা নথি বা শারীরিক পরীক্ষার রিপোর্ট আপলোড করা হলে তাতে কীভাবে চিকিৎসকের সই থাকতে হবে, সে বিষয়টিও জানিয়েছে স্বাস্থ্য দফতর। জানা গিয়েছে, যে সমস্ত নথি আপলোড করা হচ্ছে অনেক ক্ষেত্রে তা নিয়ম মেনে করা হচ্ছে না। চিকিৎসকদের অনেকেই ঠিকমতো সই করছেন না। ফলে ওই নথি নিয়ে কোনও প্রশ্ন থাকলে সংশ্লিষ্ট চিকিৎসককে শনাক্ত করা সম্ভব হচ্ছে না। তাই এবার ওই বিলে চিকিৎসকদের পুরো নাম লিখে সই করতে হবে। ন্যাশনাল মেডিক্যাল কমিশনের নিয়ম মেনে পুরো নাম লিখে সই করতে বলা হয়েছে চিকিৎসকদের।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here