Home খেলাধুলো সিডনিতে বিরাট – পূজারার ব্যাটিং নজির

সিডনিতে বিরাট – পূজারার ব্যাটিং নজির

সিডনিতে বিরাট – পূজারার ব্যাটিং নজির

সিডনিতে প্রথম দিনেই একাধিক ব্যাটিং নজির গড়ল ভারত। সিডনিতেই ৩৯৯ ইনিংস খেলে বিশ্ব ক্রিকেটে দ্রুততম ১৯০০০ সম্পন্ন করলেন বিরাট কেহলি। সচিন ৪৩২টি ইনিংসে ১৯০০০ রান সম্পন্ন করেছিলেন। ২০১৮ সালে ১১টি শতরান সহ ২ হাজার ৭৩৫ রান করেছিলেন বিরাট।

সিডনিতে শতরান করে চলতি ভারত-অস্ট্রেলিয়া সিরিজে তৃতীয় সেঞ্চুরি করে ফেললেন পূজারা । অ্যাডিলেড ও মেলবোর্নে শতরানের পর আজ আবার শতরান করলেন তিনি । আজকের শতরানের পর সচিনকেও টপকে গেলেন তিনি । ২০০৮ অ্যাডিলেড টেস্টের প্রথম দিন সচিন করেছিলেন ১২৪ রান । সিডনি টেস্টের প্রথম দিনে ১৩০ রান করে সচিনকে টপকে গেলেন পূজারা।

∆ অজিদের মাটিতে টেস্টের প্রথম দিনে ভারতীয়দের সর্বাধিক রান :-

১) বীরেন্দ্র সেহওয়াগ-

১৯৫ (২০০৩ মেলবোর্ন টেস্ট)

২) মুরলী বিজয়-

১৪৪ (২০১৪ সালে ব্রিসবেন)

৩) সুনীল গাভাসকর-

১৩২ (১৯৮৬ সালে সিডনি )

৪)চেতেশ্বর পূজারা-

১৩০* (২০১৯ সিডনি)

৫)সচিন তেন্ডুলকর-

১২৪ (২০০৮ সালে অ্যাডিলেড)