Home খেলাধুলো টি-২০ ক্রিকেট বিশ্বকাপ ২০ দলের করার ভাবনা আইসিসির

টি-২০ ক্রিকেট বিশ্বকাপ ২০ দলের করার ভাবনা আইসিসির

টি-২০ ক্রিকেট বিশ্বকাপ ২০ দলের করার ভাবনা আইসিসির

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এখন নতুন করে টি-২০ বিশ্বকাপের দল সংখ্যা বাড়ানোর বিষয়টিও বিবেচনা করছে। প্রসঙ্গত এর আগে ৪ দিনের টেস্টে নিয়েও তারা আলোচনা করে। ২০২৩ – ২০৩১ সাল পর্যন্ত সময়ে ২০টি দল নিয়ে টি-২০ বিশ্বকাপ ক্রিকেট আয়োজন নিয়ে আইসিসির ভাবনা রয়েছে। বর্তমানে ১৬টি দল নিয়ে অনুষ্ঠিত হয় টি-২০ বিশ্বকাপ।

দল সংখ্যা ২০টি করার ক্ষেত্রে আইসিসি দুটি বিষয়কে গুরুত্ব দিচ্ছে। প্রথমটি হচ্ছে, ২০ দলের সবকটিই একযোগে টুর্নামেন্টের শুরু থেকে প্রতিদন্দ্বিতায় নামবে। ৫টি করে দল নিয়ে চার গ্রুপের ফর্মাটেই আয়োজন করা হবে টুর্নামেন্ট। সেখান থেকে শীর্ষস্থানীয় দলগুলো নক-আউট পর্বে উন্নীত হবে।দ্বিতীয়টি, বর্তমান টি-২০ বিশ্বকাপের মতো দুভাগে বিভক্ত হয়ে দলগুলো টুর্নামেন্টে অংশ নেবে। শীর্ষ দলগুলো দ্বিতীয় পর্বে উঠবে। আর সহযোগী দেশের দলগুলো প্রথম পর্ব থেকে দ্বিতীয় পর্বে উন্নীত হবে।
এভাবেই যুক্তরাষ্ট্রে ক্রিকেটকে জনপ্রিয় করে তুলতে চায় আইসিসি। টি-২০ বিশ্বকাপে যদি দলসংখ্যা ২০টি করা যায় তবে সেখানে যুক্তরাষ্ট্রের যুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। টি-২০ ওয়ানডে ফর্মাটের নতুন চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট আয়োজনের বিষয়টিও ভাবছে আইসিসি । আগামী মার্চে আইসিসির পরবর্তী নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।