Home খেলাধুলো টি-২০ তে নয়া নজির আসগারদের

টি-২০ তে নয়া নজির আসগারদের

টি-২০ তে নয়া নজির আসগারদের

ভারতের মাটিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দেরাদুনে ‘হোম’ সিরিজ খেলছেন আসগার স্ট্যানিকজাইরা । প্রথম ম্যাচে পাঁচ উইকেটে জয় পেয়েছিলেন আসগাররা । দ্বিতীয় টি-২০তে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান তুলে নয়া নজির স্থাপন করল আফগানিস্তান। সাথে সাথে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজ ও জিতল আফগানিস্তান। দেরাদুনে টি-২০তে শ্রীলঙ্কার দলগত সর্বোচ্চ ২৬৩ রানের নজির ভেঙে আফগানরা করলেন ২৭৮ রান। ৮৪ রানের বিরাট ব্যবধানে জয়ে সিরিজ ছিনিয়ে নিল আফগানরা।

প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার হজরতুল্লাহ জাজাইয়ের ১৬২* রান ও উসমান ঘানির ৭৩ রানে ভর করে ২৭৮ রানের সর্বাধিক স্কোরে পৌঁছে যায় আফগানরা। ভেঙে যায় ২০১৬ পাল্লিকিলেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কার সর্বাধিক ২৬৩ রানের রেকর্ড।
ওপেনিং পার্টনারশিপে ২৩৬ রান তুলে টি-২০ ক্রিকেটে যে কোনও উইকেটে সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়ার নজির গড়েন হজরতুল্লাহ-ঘানি । নির্ধারিত ২০ ওভারে আইরিশদের জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৭৯।

জবাবে ওপেনিং জুটিতে ১২৬ রান তুলে দলকে লড়াইয়ে রাখেন স্টার্লিং-ও’ব্রায়েন। ৩৭ রানে ও’ব্রায়েন ফিরতেই নিয়মিত উইকেট হারায় আইরিশরা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯৪ রান করে আইরিশরা। আয়রল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৯১ রানের ইনিংস খেলেন ওপেনার পল স্টার্লিং। ২৫ রান দিয়ে ৪ উইকেট নেন রশিদ খান।