Home আপডেট Taki Durga Immersion: বিসর্জনের সময় পুলিশের বিরুদ্ধে টাকি রাজবাড়ির মহিলাদের সঙ্গে অসভ্যতার অভিযোগ

Taki Durga Immersion: বিসর্জনের সময় পুলিশের বিরুদ্ধে টাকি রাজবাড়ির মহিলাদের সঙ্গে অসভ্যতার অভিযোগ

Taki Durga Immersion: বিসর্জনের সময় পুলিশের বিরুদ্ধে টাকি রাজবাড়ির মহিলাদের সঙ্গে অসভ্যতার অভিযোগ

[ad_1]

উত্তর ২৪ পরগনার টাকিতে বিসর্জনে নিরাপত্তার নামে পুলিশি বাড়াবাড়ির অভিযোগ। প্রতিমা নিরঞ্জন করতে গেলে পুলিশ আধিকারিকের বিরুদ্ধে মহিলাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া ও কুকথা বলার অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার টাকিতে বিসর্জনের ঘাটে সাময়িক উত্তেজনা ছড়ায়।

প্রথা মেনে দশমীর সকাল পার হতেই টাকিতে ইছামতীতে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জনের পর্ব। এদিন দুর্গাপ্রতিমা নিয়ে বিসর্জনের ঘাটে আসেন টাকির পুবের রাজবাড়ির সদস্যরা। পরিবারের মহিলা সদস্যরাও গিয়েছিলেন দুর্গাকে বিদায় জানাতে। হর্ষবিষাদের মধ্যেই উজ্জ্বল হয়ে উঠেছিল সবার জন্য শুভকামনা। তখন ছন্দ কাছে হাসনাবাদ থানার সেকেন্ড অফিসার তিলক সান্যালের আচরণে।

পুবের রাজবাড়ির মহিলা সদস্যদের অভিযোগ, বিসর্জনের ঘাট থেকে তাঁদের সরে যেতে বলেন কিরণবাবু। মহিলারা জানান, প্রতিমা জলে পড়লেই সরে যাবেন তাঁরা। অভিযোগ, এর পর তিলকবাবু রাজবাড়ির এক সদস্যকে বলেন, আপনি খুব অসভ্য মহিলা তো। এই বলে সেখানে হাজির মহিলাদের তিনি ধাক্কা দেন বলে অভিযোগ।

ঘটনার জেরে বিসর্জনের ঘাটে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে সরব হন পুবের বাড়ির সদস্যরা। চাপের মুখে নিজের ভুল স্বীকার করেন অভিযুক্ত পুলিশ আধিকারিক। এর পর পরিস্থিতি শান্ত হয়।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here