Home আপডেট Tamil Nadu flood: বিদায় নিয়েছে ‘মিগজাউম’, দোসর ‘বৃষ্টি’র জেরে বানভাসি তামিলনাড়ু

Tamil Nadu flood: বিদায় নিয়েছে ‘মিগজাউম’, দোসর ‘বৃষ্টি’র জেরে বানভাসি তামিলনাড়ু

Tamil Nadu flood: বিদায় নিয়েছে ‘মিগজাউম’, দোসর ‘বৃষ্টি’র জেরে বানভাসি তামিলনাড়ু

[ad_1]

Tamil Nadu flood: বিরাম নেই বৃষ্টির। তামিলনাড়ুর বিভিন্ন জেলায় লাগাতার বৃষ্টিতে নাজেহাল অবস্থা এলাকাবাসীর। তামিলনাড়ুর দক্ষিণের চার জেলা তিরুনেলভেলি, তুতিকোরিন, তেনকাশি এবং কন্যাকুমারীতে চলছে অবিরাম বৃষ্টি। একাধিক বাঁধ থেকে জল ছাড়ার ফলে নতুন করে জলের তলায় বিস্তীর্ণ অঞ্চল। দুর্যোগের জেরে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মৃত্যুর খবর মিলেছে। মৃত্যু হয়েছে ৩ জনের এমনটাই জানা যাচ্ছে। চলছে উদ্ধারকাজ। বায়ুসেনার হেলিকপ্টারে করে পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ।

রাজ্যের বহু এলাকায় বন্যার জেরে পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে। একাধিক জেলার বিস্তীর্ণ অঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়েছে। কৃষিক্ষেত জলের তলায় চলে যাওয়ায় দেখা দিয়েছে খাদ্য সঙ্কটের আশঙ্কা। ওই এলাকায় মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন দুর্যোগে ত্রাণ বণ্টন ব্যবস্থায় নজরদারি করার জন্য বেশ কিছু মন্ত্রী এবং আমলাকে পাঠিয়েছেন। উদ্ধারকাজের জন্য মোতায়েন করা হয়েছে ৫০ সদস্যের দু’টি জাতীয় বিপর্যয় মোকাবিলী বাহিনীর দল। তাদের প্রতিটি ক্ষতিগ্রস্ত জেলাগুলি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী জেলাশাসকদের নির্দেশ দিয়ে জানিয়েছেন উপদ্রুত এলাকাগুলিতে ত্রাণ কেন্দ্র এবং নৌকা প্রস্তুত রাখার। এই দুর্যোগের মধ্যে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে মৎস্যজীবীদের।

গত ৩ এবং ৪ ডিসেম্বর তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূলের উপর দিয়ে বয়ে গিয়েছিল ঘূর্ণিঝড় ‘মিগজাউম’। তারপর কেটে গিয়েছে দুই সপ্তাহ। মিগজাউমে ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে ফিরে এসেছে স্বাভাবিক জনজীবন। এবার বন্যার কবলে পড়ল দক্ষিণের জেলাগুলি । এককথায় ঘূর্ণিঝড় মিগজাউম বিদায় নিলেও, বৃষ্টি ছাড়ছে না তামিলনাড়ুকে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here