Home আপডেট Tapas Pal’s Family slams TMC: ফিরহাদ-মলয়দের নিয়ে বিস্ফোরক তাপস পালের পরিবার, অভিযোগ খোদ মমতাকে নিয়েও

Tapas Pal’s Family slams TMC: ফিরহাদ-মলয়দের নিয়ে বিস্ফোরক তাপস পালের পরিবার, অভিযোগ খোদ মমতাকে নিয়েও

Tapas Pal’s Family slams TMC: ফিরহাদ-মলয়দের নিয়ে বিস্ফোরক তাপস পালের পরিবার, অভিযোগ খোদ মমতাকে নিয়েও

[ad_1]

বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক প্রয়াত সাংসদ তাপস পালের পরিবার। সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বাংলার মন্ত্রীদের নাম করে বেশ কিছু অভিযোগ করলেন তাপসের স্ত্রী নন্দিনী পাল, মেয়ে সোহিনী পাল। প্রসঙ্গত, সাম্প্রতিককালে মহুয়া মৈত্রের সমর্থনে মুখ খোলতে দেখা গিয়েছিল তৃণমূল নেতৃত্বকে। ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করার ঘটনায় প্রথমে নীরব থাকলেও মমতাও সম্প্রতি মহুয়ার সমর্থনে অনেক কিছু বলেছেন। আর উল্লেখ্য, মহুয়া যে কৃষ্ণনগর থেকে নির্বাচিত হয়েছিলেন, এককালে সেই কৃষ্ণনগরেরই সাংসদ ছিলেন তাপস পাল। এই আবহে নন্দিনী এবং সোহিনীর অভিমান মাখা অভিযোগ, মহুয়ার পাশে দল থাকলেও তাপসের পাশে কাউকে দেখতে পাওয়া যায়নি।

গতকালকের সাক্ষাৎকারে তাপসের মেয়ে সোহিনী অভিযোগ করেন, তাপস পাল মুক্তি পাওয়ার পর মমতার কথা মতোই আইনমন্ত্রী মলয় ঘটকের অফিসে গিয়েছিলেন তাঁরা। কিন্তু সেখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর মলয় ঘটক তাঁদের সঙ্গে দেখা করতে অস্বীকার করেছিলেন। সোহিনী বলেন, ‘আমরা যখন অপেক্ষা করছিলাম, তখন শুনতে পাই তিনি তাঁর অফিসের একজনকে বলছেন, আমাদের যেন জানানো হয় যে তিনি অফিসে নেই। সেই সময় বাবার মুখটা যেমন হয়ে গিয়েছিল, তা আমি কখনও ভুলব না।’ এদিকে নন্দিনী জানান, তাপস পালকে এক কোটি টাকার বন্দে মুক্তি দেওয়া হয়েছিল। সেই সময় নাকি মমতা তাঁকে বলেছিলেন, টাকা-পয়সার বিষয় নিয়ে চিন্তা করতে হবে না। মলয় ঘটক নাকি সব দেখে নেবেন। তবে এরপর মলয় এবং পার্থ চট্টোপাধ্যায়কে ক্রমাগত ফোন করা হলেও তাঁদের কেউই নাকি ফোন ধরেননি। নন্দিনী দাবি করেন, বেল বন্দের এক কোটি টাকা ভূবনেশ্বরের পরিচিতদের থেকে সংগ্রহ করেছিলেন। পরে তাপস পালের সঞ্চয় ভেঙে তা মিটিয়ে দেওয়া হয়েছিল। সেই এক কোটি টাকা নাকি এখনও সিবিআই-এর কাছেই আটকে আছে।

এরপর মন্ত্রী অরূপ বিশ্বাসকে নিয়েও বিস্ফোরক অভিযোগ করেন সোহিনী। তিনি জানান, মৃত্যুর পর মুম্বই থেকে কলকাতায় যখন তাপস পালের দেহ আনা হয়, তখন তাঁদের সঙ্গে ছিলেন অরূপ। তখন নাকি অরূপ পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন তাঁদের। তবে পরবর্তীকালে তাপসের স্ত্রী নন্দিনীর ফোন নম্বর নাকি ব্লক করে দিয়েছিলেন তিনি। এদিকে নন্দিনী অভিযোগ করেন, তাপসের মৃত্যুর পর মমতার সঙ্গে তাঁরা যোগাযোগের চেষ্টা করেছিলেন। তবে কোনও জবাব তাঁরা পাননি। এদিকে ফিরহাদ হাকিমকে নিয়েও বিস্ফোরক অভিযোগ করেছেন তাপস পালের পরিবার। তাঁদের দাবি, তাপস দ্বিতীয় বার বিধায়কের টিকিট পাওয়ার পর উষ্মা প্রকাশ করেছিলেন ফিরহাদ। এমনকী ফিরহাদ নাকি তাপসকে ‘পাগল’ বলে কটাক্ষ করেছিলেন।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here