Home আপডেট Tax collection: সম্পত্তি কর আদায়ে দুয়ারে শিবির করবে কলকাতা লাগোয়া পুরসভাগুলি

Tax collection: সম্পত্তি কর আদায়ে দুয়ারে শিবির করবে কলকাতা লাগোয়া পুরসভাগুলি

Tax collection: সম্পত্তি কর আদায়ে দুয়ারে শিবির করবে কলকাতা লাগোয়া পুরসভাগুলি

[ad_1]

কলকাতা পুরসভার মতোই এবার সম্পত্তি কর আদায় বা মিউটেশনের জন্য কলকাতা লাগোয়া পুরসভাগুলি শিবির করবে। পুর ও নগর উন্নয়ন দফতরের তরফে পুরসভাগুলিকে এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে শিবির করতে বলা হয়েছে বিভিন্ন আবাসনে। এর ফলে যেমন পুরসভার আয় বাড়বে তে নি নাগরিকদেরও সুবিধা হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, কলকাতা পুরসভা এইভাবে শিবির করে বেশ ভালোই কর আদায় এবং মিউটেশন বাবদ বেশ ভালোই আয় করেছে। সেই পথে হেঁটেই এবার অন্যান্য পুরসভাগুলিকেও শিবির করার নির্দেশ দিল পুর এবং নগর উন্নয়ন দফতর।

আরও পড়ুন: ঘাড়ে ওয়াকফ জমির জরিপের কাজ, ধাক্কা খাচ্ছে KMC-র সম্পত্তি কর আদায়ের প্রচেষ্টা

জানা গিয়েছে, গত বছর কলকাতা পুরসভা এরকম শিবির করে ৮২ কোটি টাকা আদায় করেছিল। শুধু আবাসনেই নয়, বিভিন্ন পাড়াতেও এই ধরনের শিবির বাড়ানোর কথা জানিয়েছে পুর দফতর। কেএমডিএ–এর অধীনে থাকা বিধাননগর পুরসভা, উত্তর ও দক্ষিণ দমদম, দমদম পুরসভা, কামারহাটি পুরসভা এবং বরানগর পুরসভাকে এই শিবির করার নির্দেশ দেওয়া হয়েছে। এই ধরনের শিবির প্রথম চালু হয়েছিল কলকাতা পুরসভায়। ২০২০–২০২১ অর্থবর্ষে আবাসনে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য শিবির করেছিল কলকাতা পুরসভা। করোনার সময় মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছিল। ওই বছর মিউটেশন বাবদ ৫২ কোটি টাকা আদায় হয়েছিল কলকাতা পুরসভার। তারপর থেকেই অন্যান্য বছরগুলিতেও নিয়মিত শিবির করতে থাকে কলকাতা পুরসভা।

পুর ও নগর উন্নয়ন দফতরের বক্তব্য,  অনেকেই পুরসভার কর মেটাতে চান। কিন্তু সেক্ষেত্রে অনলাইনে বা পুরসভায় গিয়ে কর জমা দেওয়ার ব্যাপারে অনীহা থাকে তাদের। সে ক্ষেত্রে বাড়ির কাছে শিবির করা হলে তাতে সম্পত্তি কর মেটানো বা মিউটেশন করানোর প্রবণতা বাড়ে। যার ফলে সহজে বকেয়া টাকা আদায় করা যায়। প্রসঙ্গত, কলকাতা পুরসভার মেয়র তথা পুর মন্ত্রী ফিরহাদ হাকিম মাঝেমধ্যেই টক টু মেয়রে কর মেটাতে দুয়ারে সরকারের মতো বাড়ির কাছে শিবির করার আবেদন পান। ফলে বাকি পুরসভাগুলিতে এই ব্যবস্থা চালু করা হলে কর আদায় বাড়বে বলে মনে করেন ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর ইচ্ছামতোই মানুষ যাতে দুয়ারে পুর পরিষেবা পায় তার জন্য  শিবির করতে বলা হয়েছে। এর ফলে শুধু পুরসভার আয়ই বাড়বে না, সাধারণ মানুষেরও সুবিধা হবে বলে তিনি জানান।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here