Home আপডেট Tea Production: চা উৎপাদনে নিষিদ্ধ কীটনাশকের ব্যবহার, বাগানগুলিকে সতর্ক করল বোর্ড

Tea Production: চা উৎপাদনে নিষিদ্ধ কীটনাশকের ব্যবহার, বাগানগুলিকে সতর্ক করল বোর্ড

Tea Production: চা উৎপাদনে নিষিদ্ধ কীটনাশকের ব্যবহার, বাগানগুলিকে সতর্ক করল বোর্ড

[ad_1]

চা উৎপাদনে কীটনাশকের ব্যবহার নিয়ে বাগানগুলোকে সতর্ক করল টি বোর্ড। এ নিয়ে চা শিল্প সংগঠনগুলিকে নির্দেশ পাঠানো হয়েছে। বোর্ডের এই নির্দেশকে স্বাগত জানিয়েছে চা বাগানগুলি। তবে তাদের দাবি, এফএসএফএআই নিয়ম মেনেই চা চাষ হয়। নিয়মিত পরীক্ষাও করা হয়।

সম্প্রতি এফএসএফএআই-এর সঙ্গে একটি বৈঠকে এই বিষয়টি ওঠে। বাণিজ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব এই বৈঠকের পৌরহিত্য করেন। চায়ে বেশ কিছু নিষিদ্ধ রাসায়নিকের উপস্থিতির কথা তুলে ধরে নিয়ন্ত্রক সংস্থা। এর পর বাগান এবং ছোট চাষিদের নির্দেশ দেওয়া হয়, অনুমোদনহীন রাসায়নিক এবং কীটনাশকের ব্যবহার যেন না করা হয়। সেগুলি পাওয়া গেলে কড়া ব্যবস্থা নেওয়া বোর্ডের তরফে। 

সম্প্রতি ২০টি কীটনাশকের তালিকাও ওই নির্দেশের সঙ্গে জুড়ে দিয়েছে বোর্ড। নির্দেশে আরও বলা হয়েছে, কোনও ভাবে যদি জানা বাগান মালিক বেশি উৎপাদনের আশায় নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার করছে, তবে তাদের  বিরুদ্ধে কড়া  ব্যবস্থা নেওয়া হবে। 

ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল অরিজিৎ রাহা ও ক্ষুদ্র চা চাষী সংগঠন সিস্টার প্রেসিডেন্ট বিজয় গোপাল চক্রবর্তী। এর মধ্যে বিজয়গোপাল বলেন, নিরাপদ চা উৎপাদন করা ক্ষুদ্র চাষীদের দায়িত্ব। তাঁদের হাত ধরেই ৫০ শতাংশ চা উৎপাদন হয়। 

তবে এই নিয়ে চা-চাষীদের সতর্ক করতে লাগাতার প্রচারেরও দাবি করেন তিনি। 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here