Home আপডেট তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ সহ নেপাল ও ভুটান

তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ সহ নেপাল ও ভুটান

তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ সহ নেপাল ও ভুটান

জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ। সোমবার রাত পৌনে ন’টা নাগাদ উত্তরবঙ্গ-সহ উত্তরপূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উত্‍সস্থল ছিল ভুটান। নেপালও কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের জেরে মানুষের মনে তীব্র আতঙ্ক ছড়ায়। তবে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী ৫.৪ মাত্রার এই কম্পনের কেন্দ্রস্থল ছিল ভারত-ভুটান সীমান্তের কাছে ভুটানের ভিতরে। যে অঞ্চলে কম্পনটি হয়েছে, সেটি পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার বিন্দু থেকে খুব একটা দূরে নয়। জায়গাটি জলঢাকা নদীর তীরবর্তী। মাটির ১০ কিমি গভীরে এই কম্পনের সৃষ্টি হয়।

শিলিগুড়ি-সহ ডুয়ার্স, অসম, সিকিম, ভুটান এবং নেপালে এই কম্পন অনুভূত হয়। এমনকি বিহারেরও কোনো কোনো জায়গা ভূমিকম্পে কেঁপে ওঠে।

উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বেশ কিছুক্ষণ কম্পন চলে। মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। কম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে মানুষজন ঘর থেকে বেরিয়ে আসেন। শিলিগুড়ি শহরের বিভিন্ন জায়গায় মানুষের জটলা দেখা যায়।