Home আপডেট বদলাচ্ছে আইএফএসসি, এই ব্যাঙ্কগুলিতে আপনার অ্যাকাউন্ট থাকলে জেনে নিন কি করবেন…

বদলাচ্ছে আইএফএসসি, এই ব্যাঙ্কগুলিতে আপনার অ্যাকাউন্ট থাকলে জেনে নিন কি করবেন…

বদলাচ্ছে আইএফএসসি, এই ব্যাঙ্কগুলিতে আপনার অ্যাকাউন্ট থাকলে জেনে নিন কি করবেন…

নেট ব্যাঙ্কিং অথবা অনলাইন ব্যাঙ্ক ট্রান্সফার করতে গিয়ে সমস্যায় পড়ছেন অনেকেই। আসলে বেশ কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক একে অন্যের সঙ্গে সংযুক্ত হওয়ায় সে সব ব্যাঙ্কের পুরনো আইএফএস কোড (ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড) বদলে গিয়েছে। স্বাভাবিক ভাবেই ওই ব্যাঙ্কগুলির মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে নতুন আইএফএসসি জেনে নিতে হবে গ্রাহককে।

আপনার ব্যাঙ্কটির যদি যংযুক্তিকরণ হয়ে থাকে, তা হলে মাথায় রাখবেন পুরানো আইএফএস কোড দিয়ে আর এনইএফটি, আরটিজিএস বা আইএমপিএস রুটের মাধ্যমে অনলাইন লেনদেন করা যাবে না।

সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী সংযুক্তিকরণ হয়েছে সিন্ডিকেট ব্যাঙ্ক, এলাহাবাদ ব্যাঙ্ক, দেনা ব্যাঙ্ক, ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়া, বিজয়া ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অব কমার্স, অন্ধ্র ব্যাঙ্ক এবং কর্পোরেশন ব্যাঙ্কের। ফলস্বরূপ, এই ব্যাঙ্কগুলির অ্যাকাউন্টধারীদের অনলাইন ব্যাঙ্কিং সুবিধা অব্যাহত রাখতে নতুন আইএফএস কোড আপডেট করতে হবে ওয়েব পোর্টালে।

নেট ব্যাঙ্কিং বা অনলাইন লেনদেনের ক্ষেত্রে আপনার আইএফএস কোড পরিবর্তন করতে, নিজের ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে যান। সেখানে নতুন বিবরণ পূরণ করে নতুন আইএফএস কোডের জন্য রেজিস্টার করুন। তবে পুরো ব্যাপারটা স্পষ্ট না হলে কোনো অ্যাকাউন্টধারী ব্যাঙ্কের টোল-ফ্রি নম্বরে ফোন বা তাদের কাস্টমার কেয়ার এগজিকিউটিভের সঙ্গে কথাও বলে নিতে পারেন।

আবার আপনি যদি উপরোক্ত ব্যাঙ্কগুলিতে অ্যাকাউন্ট রয়েছে, এমন কাউকে মানি ট্রান্সফার করতে চান, তা হলেও নতুন কোডের প্রয়োজন। এর আগে লেনদেন করে থাকলে, পুরোনো তথ্যগুলো মুছে ফেলতে হবে। মোবাইল ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।