Home আপডেট ২৯৪ আসনের প্রার্থীতালিকা তৈরি ~ আগামীকাল তৃণমূলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা

২৯৪ আসনের প্রার্থীতালিকা তৈরি ~ আগামীকাল তৃণমূলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা

২৯৪ আসনের প্রার্থীতালিকা তৈরি ~ আগামীকাল তৃণমূলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার কাউন্টডাউন শুরু হয়ে গেল। আগামী পরশু অর্থাৎ শুক্রবার ৫ মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করতে চলেছেন এই তালিকা। তাঁর এই প্রার্থী তালিকায় কী কী চমক থাকবে তা নিয়ে জল্পনা এই মুহূর্তে তুঙ্গে। একাধিক তথ্য এই প্রসঙ্গে ইতিমধ্যেই আসতে শুরু করেছে।

দলীয় সূত্রের খবর, অশীতিপর কোনও নেতাকে এ বার প্রার্থী তালিকায় রাখা হবে না। অস্বচ্ছ ভাবমূর্তি এবং জনসংযোগের অভাব রয়েছে, এমন নেতাদেরও শিকে না-ছেঁড়ারই সম্ভাবনা। নিচুতলা থেকে উপুর্যপরি রিপোর্ট নিয়ে এবং সমীক্ষা চালিয়েই বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা করেছে তৃণমূল। মমতা একলপ্তে ২৯৪ আসনের প্রার্থী ঘোষণা করবেন নাকি কয়েক দফায় প্রার্থী ঘোষণা করবেন, তা অবশ্য এখনও স্পষ্ট নয়। দলের বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায় এদিন বলেন, ‘আমরা বলেছি, যাঁদের ৮০ বছর বয়স হয়ে গিয়েছে, তাঁদের এই নির্বাচনে অব্যাহতি দেওয়া হবে।’

ফলে বাদ পড়তে পারেন, সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য, শিবপুরের বিধায়ক জটু লাহিড়ী, বাসন্তীর বিধায়ক নস্কর, হাওড়া দক্ষিণের বিধায়ক ব্রজমোহন মজুমদার। এঁদের প্রত্যেকের বয়স ৮০-র ওপরে। দলের অন্দরেও দাবি উঠেছে বর্ষীয়ান বিধায়কদের বিশ্রাম দিয়ে তরুণ মুখ নিয়ে আসতে।

বাদ পড়তে পারেন, সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য, শিবপুরের বিধায়ক জটু লাহিড়ী, বাসন্তীর বিধায়ক নস্কর, হাওড়া দক্ষিণের বিধায়ক ব্রজমোহন মজুমদার। এঁদের প্রত্যেকের বয়স ৮০-র ওপরে। দলের অন্দরেও দাবি উঠেছে বর্ষিয়ান বিধায়কদের বিশ্রাম দিয়ে তরুণ মুখ নিয়ে আসতে।

সূত্রের খবর, প্রায় ৪০ জন নতুন মুখ তৃণমূলের প্রার্থী তালিকায় থাকতে পারে। পাশাপাশি, তৃণমূলের প্রার্থী তালিকায় সমাজের সর্বস্তরের প্রতিনিধিদের দেখা যাবে বলেও সূত্রের খবর।

গত শুক্রবার ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে নির্বাচন কমিশন। ওইদিন থেকেই চালু হয়েছে আদর্শ আচরণবিধি।

আর সেদিনই ১২ জনের নির্বাচন কমিটি গঠন করেছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কমিটিতে আছেন সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, সৌগত রায় প্রমুখ।