Home আপডেট TMC leader join BJP: অনুপ্রেরণা মোদীজি, বিজেপিতে যোগ দিয়ে বললেন কেষ্টহীন বীরভূমের তৃণমূল নেতা

TMC leader join BJP: অনুপ্রেরণা মোদীজি, বিজেপিতে যোগ দিয়ে বললেন কেষ্টহীন বীরভূমের তৃণমূল নেতা

TMC leader join BJP: অনুপ্রেরণা মোদীজি, বিজেপিতে যোগ দিয়ে বললেন কেষ্টহীন বীরভূমের তৃণমূল নেতা

[ad_1]

অনুব্রতহীন বীরভূমে শাসকদলে ভাঙন ধরাল গেরুয়া শিবির। খায়রাশোল তৃণমূল ব্লক সভাপতি নীলমাধব চৌধুরী যোগ দিলেন বিজেপিতে। তৃণমূল নেতার দাবি তাঁরা সঙ্গে ৩০টি পরিবার বিজেপিতে যোগ দিয়েছে। জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহার হাত ধরে তিনি বিজেপিতে যোগ দেন। লোকসভার ভোটের আগে এই দলবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যদিও তৃণমূলের দাবি নীলমাধব চৌধুরী তাদের কোনও ক্ষতি হবে না।

কেন লোকসভা ভোটের মুখে তিনি তৃণমূল ছাড়লেন তার জবাবও দিয়েছেন নীলমাধব চৌধুরী। তিনি বলেন,’আমি মোদীজির অনুপ্রেরণাতে অনুপ্রাণিত হয়ে বিজেপিতে যোগ দিয়েছি। এছাড়া অন্য কোনও কারণ নেই।’ তিনি তৃণমূলকে নিশানা করে বলেন, ‘তৃণমূলে থাকতে গিয়ে দম বন্ধ হয়ে আসছিল। ওরা কী করছে সেটা সবাই দেখতে পাচ্ছে। চারিদিকে শুধু লুট আর সন্ত্রাস চলছে। আমি সন্ত্রাসকে কোনও ভাবে সমর্থন করি না।’

একই সঙ্গে নীলমাধবের দাবি, ‘আজ তিন-চার যোগ দিয়েছে আগামীদিনে আরও তিন হাজার যোগ দেবে।’ বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা এই যোগদান পর্ব শেষে বলেন, ‘তৃণমূল কংগ্রস খয়রাশোলে গোল্লা পাবে। প্রচুর ভোট পেয়ে জিতবে বিজেপি।’

আরও পড়ুন। CRPF জওয়ানকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ TMC বিধায়কের বিরুদ্ধে

আরও পড়ুন। শুভেন্দুর বিরুদ্ধে FIR করতে চায় রাজ্য, মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতির

তবে তৃণমূল এই দলবদলকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। তাদের দাবি, কিছু মানুষ থাকে, যাদের কোনও রাজনৈতিক স্থিরতা নেই। তারই বার বার দল পরিবর্তন করে। লোকসভা নির্বাচনে এই দল পরিবর্তন কোনও প্রভাব ফেলবে না।

তবে রাজনৈতিক মহলের ব্যাখ্যা, শাসকদল যতই দাবি করুক, অনুব্রতহীন বীরভূমে এই দল পরিবর্তন তাৎপর্যপূর্ণ। এই সংখ্যাটা আরও বাড়ে কিনা সেটাই দেখার।

আরও পডুুন। আধার বাতিল হয়ে গেলে ভোট দিতে পারবেন না এই প্রচার ভুয়ো, বলছে তৃণমূলই

আরও পড়ন। CRPF জওয়ানকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ TMC বিধায়কের বিরুদ্ধে

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here