Home আপডেট দলবদলে বিভ্রান্তিঃ নাম ঘোষণার পরও বিজেপিতে যোগ দেওয়ার কথা অস্বীকার করলেন তৃণমূল নেতারা

দলবদলে বিভ্রান্তিঃ নাম ঘোষণার পরও বিজেপিতে যোগ দেওয়ার কথা অস্বীকার করলেন তৃণমূল নেতারা

দলবদলে বিভ্রান্তিঃ নাম ঘোষণার পরও বিজেপিতে যোগ দেওয়ার কথা অস্বীকার করলেন তৃণমূল নেতারা

মেদিনীপুরে শাহের মঞ্চে বিজেপিতে যোগদানে বিভ্রাট। শুভেন্দু অধিকারীদের সঙ্গে নাম ঘোষণার পরই দলের কার্যালয়ে গিয়ে তৃণমূল নেতা জানালেন, তিনি আছেন তৃণমূলেই। কেন এই বিভ্রাট, তা নিয়ে সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব। শনিবার উত্তর দিনাজপুরের হেমতাবাদের তৃণমূল নেতা প্রফুল্ল বর্মনের নাম ঘোষণা করা হয় মেদিনীপুরের মঞ্চে। তৃণমূল থেকে বিজেপিতে যোগদানকারীদের তালিকায় ছিল তাঁর নাম। বিজেপির মঞ্চে নিজের নাম শুনেই দলীয় নেতাদের সঙ্গে নিয়ে ছুটে তৃণমূল কার্যালয়ে পৌঁছন তিনি। সাংবাদিক বৈঠক করে দাবি করেন তিনি আছেন তৃণমূলেই। কেন তাঁর নাম ঘোষণা করা হয়েছে তা জানাতে পারেননি তিনি।প্রফুল্লবাবু হেমতাবাদ বিধানসভায় তৃণমূলের কোঅর্ডিনেটর। সঙ্গে উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন তাঁর স্ত্রী।  তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলেন, ‘চক্রান্ত করে প্রফুল্ল বর্ নাম ঘোষণা করা হয়েছে। আমরা এব্যাপারে দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেছি। দ্রুত এই নিয়ে আদালতের দ্বারস্থ হবো।’এদিন উত্তর দিনাজপুরের আরেক তৃণমূল নেতা কার্তিক পাল বিজেপিতে যোগদান করেছেন। কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান ছিলেন কার্তিকবাবু। তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন কায়াইয়ালাল বাবু।

মেদিনীপুরে শাহের সভায় বিজেপিতে যোগদানকারীদের তালিকায় যখন ঘোষণা হল দেবাশিস জানার নাম, তখন তিনি বিধাননগরের বাড়িতে। বিধাননগরের পুর প্রশাসক দেবাশিস জানার দলবদল নিয়ে বিভ্রান্ত ছড়াল তৃণমূলে। শুভেন্দু ঘনিষ্ঠ বলে পরিচিত দেবাশিসবাবুর নাম এদিন মেদিনীপুরে অমিত শাহের মঞ্চে বিজেপিতে যোগদানকারী বলে ঘোষণা করা হয়। কিন্তু এদিন মেদিনীপুরে যানইনি দেবাশিসবাবু। ছিলেন কলকাতাতেই। তবে দলবদল নিয়ে কোনও মুখ খোলেননি তিনি।