Home আপডেট Toll-free number to solve homework during summer vacation, teachers help by calling

Toll-free number to solve homework during summer vacation, teachers help by calling

Toll-free number to solve homework during summer vacation, teachers help by calling

[ad_1]

ওড়িশার: এবার বাড়িতেই তৈরি হবে এক টুকরো স্কুল। ওড়িশার স্কুল এবং গণশিক্ষা বিভাগ পড়ুয়াদের গ্রীষ্মকালীন ছুটির হোমওয়ার্ক সম্পূর্ণ করতে অভিনব এক প্রকল্প শুরু করতে চলেছে। এই উদ্যোগে রাজ্যের ৩০টি জেলা জুড়ে টোল-ফ্রি নম্বর এবং হেল্প ডেস্ক স্থাপন করা হবে। যখনই শিক্ষার্থীরা কোনও হোমওয়ার্ক করতে সমস‍্যার সম্মুখীন হবে তখনই তারা টোল-ফ্রি নম্বর এবং হেল্প ডেস্কের সাহায‍্য নিতে পারবে।

ছুটির হোমওয়ার্ক প্রোগ্রামের অধীনে, প্রতিটি কেন্দ্রে বিষয় বিশেষজ্ঞ সহ চারজন শিক্ষক থাকবেন। তাঁরা শিক্ষার্থীদের গাইড করবেন। হেল্প ডেস্ক ছুটির দিন ছাড়া সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চালু থাকবে। সংশিষ্ট দফতর থেকে একটি ট‍্যুইটে টোল-ফ্রি নম্বর এবং হেল্প ডেস্ক চালু করার বিষয়ে জানানো হয়েছে। শিক্ষার্থীদের এই পরিষেবার সুবিধা নিতে উত্সাহিত করা হয়েছে।

আরও পড়ুনঃ আর চিন্তা করতে হবে না পড়াশোনা নিয়ে, সরকারের ‘পাঁচ’ স্কলারশিপ পূরণ করবে পড়ুয়াদের স্বপ্ন

এই উদ্যোগের লক্ষ্য হল পড়ুয়াদের সহায‍্য প্রদান করা। যারা গ্রীষ্মকালীন ছুটিতে হোমওয়ার্ক করতে গিয়ে আটকে যাচ্ছে বা কিছু বুঝতে পারছে না মূলত সেই সকল ছাত্র-ছাত্রীদের। বিশেষ করে চলমান তাপপ্রবাহের জন‍্য সরকার গ্রীষ্মের ছুটি অনেকটাই আগে থেকে শুরু করেছে। স্কুল এবং গণশিক্ষা বিভাগ নিশ্চিত করতে চায় যে শিক্ষার্থীরা যেন তাদের ছুটির হোমওয়ার্ক সম্পূর্ণ করে এবং সামনের শিক্ষাবর্ষের জন্য প্রস্তুত হতে পারে।

To support school students in completing their summer vacation homework, S&ME Department has launched toll-free numbers & help desks for all 30 districts to ensure successful implementation of Holiday Homework Program. pic.twitter.com/f55G5DY6u5

— EducationOdisha (@SMEOdisha) May 2, 2023

Tags: Education, Odisha



[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here