Home বিদেশ Top Entertainment News Today: অগ্রিম বুকিংয়েই ‘পাঠান’ ঝড়, প্রকাশ্যে ‘অস্কার ২০২৩’ মনোনয়ন তালিকা, বিনোদনের সারাদিন

Top Entertainment News Today: অগ্রিম বুকিংয়েই ‘পাঠান’ ঝড়, প্রকাশ্যে ‘অস্কার ২০২৩’ মনোনয়ন তালিকা, বিনোদনের সারাদিন

Top Entertainment News Today: অগ্রিম বুকিংয়েই ‘পাঠান’ ঝড়, প্রকাশ্যে ‘অস্কার ২০২৩’ মনোনয়ন তালিকা, বিনোদনের সারাদিন

কলকাতা: প্রকাশ্যে এল ‘অস্কার ২০২৩’-এর (Oscars 2023) মনোনয়নের তালিকা। রাত পোহালেই মুক্তি পাবে ‘পাঠান’ (Pathaan), বক্স অফিসের হাল ফেরাবে এই ছবি? দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।

ঝড় তুলেছে ‘পাঠান’

চারিদিকে বয়কটের (Boycott) ডাককে পিছনে ফেলে ঝড়ের গতিতে এগিয়ে চলেছে শাহরুখ খানের (Shah Rukh Khan) ‘কামব্যাক’ (comeback) ছবির টিকিট বিক্রির অঙ্ক। ২৫ জানুয়ারি, অর্থাৎ আগামীকাল মুক্তি পেতে চলেছে ‘পাঠান’ (Pathaan)। দেশজুড়ে বাদশাহ অনুরাগীদের উত্তেজনার পারদ চরমে। হিন্দি ছবির ক্ষেত্রে প্রথম দিনের সর্বোচ্চ ব্যবসা দিতে চলেছে এই ছবি, জানাচ্ছেন ট্রেড অ্যানালিস্টরা (trade analyst)। মঙ্গলবার পাওয়া শেষ তথ্য অনুযায়ী, দেশজুড়ে ৪.১৯ লক্ষ টিকিট বিক্রি হয়েছে যা প্রথম দিনের ৮০ শতাংশ বুকিং। এমনকী ভোরবেলা ৬টা বা ৭টা শোও হাউজফুল হয়েছে বলে জানা যাচ্ছে।

একশোটিরও বেশি দেশে মুক্তি পাবে ‘পাঠান’

চলতি বছরের সবথেকে বেশি যে ছবিকে ঘিরে দর্শকেরা উত্তেজিত রয়েছেন তা অবশ্যই ‘পাঠান’ (Pathaan)। দীর্ঘদিন পর পর্দায় এই ছবির হাত ধরেই ফিরছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। ইতিমধ্যেই ছবির ট্রেলার, টিজার এবং বেশ কয়েকটি গান মুক্তি পেয়েছে। যা একদিকে যেমন বিতর্ক তৈরি করেছে, তেমনই অন্যদিকে দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে। সম্প্রতি জানা গিয়েছে, ‘পাঠান’-এ প্রথম ভারতীয় ছবি হতে চলেছে, যা সারা বিশ্বে একশোটিরও বেশি দেশে মুক্তি পাবে।

‘পাঠান’-এর হাত ধরে খুলছে একাধিক সিঙ্গল স্ক্রিন

‘পাঠান’ ছবির বক্স অফিস কালেকশন কেমন হবে বা ছবির গল্প দর্শক কতটা ভালবাসবেন সেসব তো ভবিষ্যৎ বলবে। কিন্তু এই ছবির মুক্তির সঙ্গে সঙ্গে ভাগ্য ফিরছে দেশজুড়ে প্রায় ২৫টি সিঙ্গল-স্ক্রিনের। বন্ধ হয়ে যাওয়া একগুচ্ছ সিঙ্গল-স্ক্রিন ফের খুলছে ‘পাঠান’ মুক্তির হাত ধরে। 

‘অস্কার ২০২৩’ মনোনয়নের তিন বিভাগে ভারত!

২৪ জানুয়ারি প্রকাশ্যে এসেছে ‘অস্কার ২০২৩’-এর মনোনয়নের তালিকা। ‘গোল্ডেন গ্লোব’ (Golden Globe Awards) জেতার সপ্তাহখানেকের মধ্যেই এবার ‘অস্কার ২০২৩’-এ মনোনয়ন পেল দক্ষিণী ব্লকব্লাস্টার ‘আর আর আর’ (RRR) ছবির ‘নাটু নাটু’ (Natu Natu) গান। এছাড়া শৌনক সেন পরিচালিত তথ্যচিত্র ‘অল দ্যাট ব্রিদস’ (All That Breathes) পেয়েছে মনোনয়ন ‘সেরা তথ্যচিত্র’ (Best Documentary) বিভাগে। ‘বাফটা ২০২৩’ মনোনয়নও পেয়েছে এই ছবি। অন্যদিকে, ‘সেরা তথ্যচিত্র (স্বল্পদৈর্ঘ্য)’ বিভাগে মনোনয়ন পেয়েছে নেটফ্লিক্স ডকুমেন্টারি ‘দ্য এলিফ্যান্ট হুইসপারার’। এই তিনটিই ভারত থেকে মনোনীত হয়েছে।  

মুক্তি পেল ‘ভোলা’র দ্বিতীয় টিজার

ফের বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন অজয় দেবগণ ও তব্বু (Tabbu)। মুক্তির অপেক্ষায় ‘ভোলা’। প্রকাশ্যে এল ছবির দ্বিতীয় টিজার। দুর্দান্ত ও চোখ ধাঁধানো লুকে দেখা মিলল অজয়ের। এছাড়া এই টিজারেই ছবির পুরো কাস্টের সঙ্গে পরিচয় হল দর্শকের। তব্বুকে দেখা যাবে পুলিশের চরিত্রে। এছাড়া মুখ্য খলনায়কের চরিত্রে দেখা যাবে দীপক ডোব্রিয়ল। ধূসর চরিত্রের পুলিশ হিসেবে দেখা যাবে সঞ্জয় মিশ্রকে। এছাড়া ছবিতে দেখা যাবে বিনীত কুমার, গজরাজ রাওকে।

নোরা ফতেহির বিরুদ্ধে বিস্ফোরক দাবি সুকেশ চন্দ্রশেখরের

সম্প্রতি এক বিবৃতিতে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর দাবি করেছেন যে, ‘নোরা মারাত্মকভাবে হিংসা করত জ্যাকলিনকে (Jacqueline Fernandez)। আমার কাছে সবসময় জ্যাকলিনের নামে খারাপ কথা বলে মন বিষিয়ে দেওয়ার চেষ্টা করত। যাতে আমি জ্যাকলিনকে ছেড়ে ওর সঙ্গে ডেটিং করা শুরু করি। নোরা আমাকে টানা বহু বার ফোন করে যেত। যদি ওর ফোন না ধরতাম, তাহলে ফোন করতেই থাকত।’

পারিবারিক সমস্যায় নওয়াজউদ্দিন সিদ্দিকি

দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপোড়েন চলছে বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui) এবং তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকির (Aalia Siddiqui) মধ্যে। এবার অভিনেতার মা বিস্ফোরক অভিযোগ দায়ের করলেন পুত্রবধূর বিরুদ্ধে। এই ঘটনায় সম্প্রতি মুখ খুলেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকির স্ত্রী আলিয়া। ২৩ জানুয়ারি পুত্রবধূ আলিয়া সিদ্দিকির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকির মা মেহরুন্নিশা সিদ্দিকি। অভিযোগ দায়ের হওয়ার পর ভারাসোভা পুলিশ অভিনেতার স্ত্রীকে ডেকে পাঠায় জিজ্ঞাসাবাদের জন্য। ভারতীয় দণ্ডবিধির ৪৫২, ৩২৩, ৫০৪ এবং ৫০৬ ধারায় অভিযোগ দায়ের করেছে পুলিশ। এরপরই নিজের সোশ্যাল মিডিয়া ক্ষোভ উগরে দিলেন অভিনেতার স্ত্রী। 

আরও পড়ুন: Oscar Nominations 2023: অস্কারে ‘সেরা তথ্যচিত্র’ বিভাগে মনোনীত শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’

২০ মাস পর ট্যুইটারে প্রত্যাবর্তন কঙ্গনার

২৪ জানুয়ারি নিজের ট্যুইটারে প্রায় ২০ মাস পর পোস্ট করলেন কঙ্গনা রানাউত। লিখলেন, ‘নমস্কার সকলকে, আবার ফেরত এসে ভাল লাগছে’। মাত্র ১০ মিনিটেরও কম সময়ে তাঁর ট্যুইটে ভিউ সংখ্যা ছাড়ায় ৫৯ হাজার। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে স্টোরি দিয়েও ট্যুইটারে ফেরত আসার কথা ঘোষণা করেন তিনি। লেখেন, ‘ট্যুইটারে ফিরে এসে ভাল লাগছে’। একইসঙ্গে নিজের আগামী ছবি ‘ইমার্জেন্সি’র শ্যুটিং শেষের স্ক্রিনশট পোস্ট করেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here