Home আপডেট Train Cancel: শতাধিক ট্রেন বাতিল, সুযোগ বুঝে কোপ, বেশি ভাড়া নিচ্ছে অটো, ট্যাক্সি

Train Cancel: শতাধিক ট্রেন বাতিল, সুযোগ বুঝে কোপ, বেশি ভাড়া নিচ্ছে অটো, ট্যাক্সি

Train Cancel: শতাধিক ট্রেন বাতিল, সুযোগ বুঝে কোপ, বেশি ভাড়া নিচ্ছে অটো, ট্যাক্সি

[ad_1]

আধুনিক সিগন্যাল ব্যবস্থার জন্য দমদম স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজ করছে পূর্ব রেল।শুক্রবার রাত ১২টা থেকে সেই কাজ শুরু হয়েছে। তা চলবে আগামি সোমবার ভোর চারটে পর্যন্ত। তার জেরে ওই ৩ দিন শিয়ালদা ডিভিশনে বহু লোকাল ট্রেন বাতিল থাকবে। শুধুমাত্র শনিবারই এই কাজের জন্য শিয়ালদা ডিভিশনে ১৩৬টি ট্রেন বাতিল রয়েছে। এই অবস্থায় স্বাভাবিকভাবেই চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রী থেকে শুরু করে পরীক্ষার্থীরা। কারণ এদিনই রয়েছে ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা। ফলে বিকল্প হিসেবে সড়ক পরিবহণকে বেছে নিচ্ছেন বহু যাত্রী। আর সেই সুযোগেই বেশি ভাড়া হাঁকাচ্ছে বেসরকারি পরিবহণগুলি। 

আরও পড়ুনঃ শনিবার শিয়ালদা ডিভিশনে বাতিল ১৩৬ ট্রেন, কোন লোকাল চলবে না? রইল পুরো তালিকা

মূলত নন ইন্টারলকিং-এর কাজের জন্য শিয়ালদা – বনগাঁ, শিয়ালদা – হাসনাবাদ – রানাঘাট সহ একাধিক লাইনে এই সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে। আবার শতাধিক ট্রেন বাতিল থাকলেও যেসমস্ত ট্রেন চলছে সেগুলি নির্দিষ্ট সময়ের অনেক দেরিতে চলছে। আবার তার ওপর ট্রেনগুলিতে অন্যান্য দিনগুলির তুলনায় ভিড় অনেক বেশি। তাতে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে গন্তব্যে পৌঁছতে গিয়ে যাত্রীদের কতটা সমস্যার মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে পরীক্ষার্থীদের ক্ষেত্রে এই দুর্ভোগ অনেকটাই বেশি। এই অবস্থায় বিকল্প হিসেবে সড়ক পথকে বেছে নিচ্ছেন বহু যাত্রী। 

এদিন দেখা গিয়েছে, গন্তব্যে পৌঁছতে কেউ বাস, ট্যক্সি আবার কেউ অটোকে বেছে নিয়েছেন। তবে রাস্তায় বাড়তি বাস ছিল না বলেই অভিযোগ। আবার বেসরকারি বাসে যাত্রীদের বাদুড়ঝোলা ভিড় ছিল। শুধু তাই নয়, অনেকে ভিড়ের চাপে বাসেই উঠতে পড়েননি। সেক্ষেত্রে ট্রেকার, ম্যাটাডোরে করেও গন্তব্যে পৌঁছতে দেখা যায় অনেককে।  আর যাত্রীদের অসহয়াতার সুযোগ নিয়েই বেশি ভাড়ার কোপ বসিয়েছে অনেক বেসরকারি পরিবহণ মাধ্যম। যা ঘিরে তীব্র অসন্তোষ প্রকাশ করেন যাত্রীরা।

উল্লেখ্য, এদিন শিয়ালদা-রানাঘাট, শিয়ালদা-হাবড়া, শিয়ালদা-হাসনাবাদ, শিয়ালদা-ডানকুনি শাখায় বহু  ট্রেন বাতিল ছিল। তাছাড়া, শিয়ালদা-মধ্যমগ্রাম শাখা, শিয়ালদা-বারাসত, শিয়ালদা-গোবরডাঙা, শিয়ালদা-দত্তপুকুর, শিয়ালদা-ব্যারাকপুর, শিয়ালদা-নৈহাটি, দমদম জংশন-ব্যারাকপুর, বিবাদী বাগ-কৃষ্ণনগর, মাঝেরহাট-মধ্যমগ্রাম, মাঝেরহাট-হাবড়া, দত্তপুকুর-মাঝেরহাট, মাঝেরহাট-বারাসত, হাসনবাদ-মাঝেরহাট প্রভৃতি শাখায় ট্রেন বাতিল রয়েছে। এছাড়া, শিয়ালদা-বজবজ শাখায় বেশ কয়েকটি ট্রেন বাতিল রয়েছে। 

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here