Home আপডেট Trinamool Mahila Congress Committee: টানা কর্মসূচি, মিছিল-পাড়া বৈঠক-যোগদান, এ মাস থেকে মাঠে নামছে TMC-র মহিলা সংগঠন

Trinamool Mahila Congress Committee: টানা কর্মসূচি, মিছিল-পাড়া বৈঠক-যোগদান, এ মাস থেকে মাঠে নামছে TMC-র মহিলা সংগঠন

Trinamool Mahila Congress Committee: টানা কর্মসূচি, মিছিল-পাড়া বৈঠক-যোগদান, এ মাস থেকে মাঠে নামছে TMC-র মহিলা সংগঠন

[ad_1]

গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের রাজ্যের তখতে বসার বড় ফ্যাক্টর ছিল মহিলা ভোট। সেই মহিলা ভোট যাতে আসন্ন লোকসভা নির্বাচনে হাতছাড়া না হয়, তা নিশ্চিত করতে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মাঠে পড়ল তৃণমূলের মহিলা সংগঠন। চলতি ডিসেম্বর মাস থেকে টানা কর্মসূচি নেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে। সেই কর্মসূচিতে যেমন মিছিল রয়েছে, তেমনি রাজ্যে ৩৫টি সাংগঠনিক জেলা থেকে নতুন সদস্য নেওয়াও থাকছে।

এই সংক্রান্ত আলোচনার জন্য শুক্রবার এক বৈঠকে বসে তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য কমিটি। সেই বৈঠকে নতুন কর্মসূচির ঘোষণা করেন সংগঠনের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানান, ২২ ডিসেম্বর থেকে এই কর্মসূচি শুরু হবে চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘সংঘবন্ধ শপথ’। চন্দ্রিমা জানান, প্রতিটি ব্লকে ছোট মিছিল করা হবে। সেই মিছিলের মাধ্যমে মোদী সরকারের ‘নারী বিদ্বেষী’ মানসিকতার বিরুদ্ধে আওয়াজ তোলা হবে। মিছিলের নাম দেওয়া হয়েছে, ‘চলো পাল্টাই মিছিল’।

মন্ত্রী চন্দ্রিমা ভটাচার্য বলেন, ‘নারী বিদ্বেষী মোদী সরকার। মহিলা সংসদকে মিথ্যা অভিযোগে বহিষ্কার করেছে। গ্যাস সিলিন্ডারের দাম এত বেড়েছে যে তা নিয়ে মহিলাদের নাভিশ্বাস উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য আসন সংরক্ষণ করছেন। বিজেপি শুধু মহিলাদের গুরুত্ব দেয় না। মহিলাদের জন্য প্রকল্প ঘোষণা করলেও বাস্তবে তার কোনও কার্যকারীতা নেই।’

(পডুন। সম্পর্কের টানাপোড়েন!‌ জগৎবল্লভপুরে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যার মৃত্যুতে ধোঁয়াশা) 

পাড়ায় পাড়ায় বৈঠক

চন্দ্রিমা জানান, দলের ৩৫টি সাংগঠনিক জেলায় কর্মিসভা হবে। ব্লকস্তরের নেত্রীদের নিয়ে সংঘবদ্ধ শপথ গ্রহণ হবে। একই পাড়ায় পাড়ায় বৈঠক কর্মসূচি। তিনি জানান, রাজ্যে তিন হাজারের বেশি অঞ্চল রয়েছে। সেই হিসাবে মোট ১০ হাজার বৈঠক হবে।

(পড়ুন। ডিল কি তবে পাকা? অনুপম তৃণমূলে এলে স্বাগত জানাব, বললেন কাজল শেখ) 

নতুন সদস্যের টার্গেট

নতুন সদস্য যোগ দেওয়ানোর ক্ষেত্রেও টার্গেট বেধে দেওয়া হয়েছে। প্রতিসভায় ৫ থেকে ৬ জন নতুন সদস্যকে যোগ দেওয়ানোর টার্গেট দেওয়া হয়েছে। সেই হিসাবে এই কর্মসূচির মাধ্যমে ৫০ হাজার নতুন সদস্য যোগ দেবেন সংগঠনে।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here