Home আপডেট UAPA লাগু হয়েছে, দেখা যাবে চে গ্যেভারা কোথা থেকে বেরোয়: অধ্যাপক সুকান্ত মজুমদার

UAPA লাগু হয়েছে, দেখা যাবে চে গ্যেভারা কোথা থেকে বেরোয়: অধ্যাপক সুকান্ত মজুমদার

UAPA লাগু হয়েছে, দেখা যাবে চে গ্যেভারা কোথা থেকে বেরোয়: অধ্যাপক সুকান্ত মজুমদার

[ad_1]

লোকসভায় রং বোমা হামলায় অভিযুক্তদের সঙ্গে SFI ও অন্যান্য বামপন্থী সংগঠনগুলির যোগ রয়েছে বলে দাবি করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিহার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি। তাঁর দাবি, দেশে গণতান্ত্রিকভাবে বামপন্থীদের শক্তি শূন্যে পরিণত হয়েছে। তাই এভাবে নিজেদের প্রচারে আনার চেষ্টা করছে তারা।

এদিন সুকান্তবাবু বলেন, বুধবারের ঘটনায় যারা যুক্ত তাদের সঙ্গে SFI ও বামপন্থীদের যোগাযোগ রয়েছে। তাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে ফিদেল কাস্ত্রো থেকে চে গ্যেভারার রমরমা। বামপন্থী শক্তিরা গণতান্ত্রিকভাবে প্রায় শূন্যে পরিণত হয়েছে। তাই এভাবে তারা প্রচারে আসার চেষ্টা করছে।

তিনি বলেন, বিরোধীদের কাছে কোনও ইস্যু নেই। তাই নন ইস্যুকে ইস্যু করে রাজনীতি করার চেষ্টা করছে। তিনটে কম বয়সী ছেলে। কথায় বলে, এই বয়সে যদি তাদের বামপন্থা ভালো না লাগে তাহলে তার হৃদয় বলে কিছু নেই। আর ৩০ বছর হয়ে গেলে যদি আপনার বামপন্থা ভালো লাগে তাহলে আপনার মাথা বলে কিছু নেই। বাচ্চা ছেলে মেয়েরা বিভ্রান্ত হয়েছে। চে গ্যেভারা, ফিদেল কাস্ত্রো হওয়ার স্বপ্ন দেখেছে। তাদের বিরুদ্ধে UAPAর ধারা দেওয়া হয়েছে। এবার দেখা যাবে চে কোথা দিয়ে বেরোবে।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here