Home আপডেট Ultadanga Flyover Accident: ভয়াবহ দুর্ঘটনা শহরে, ফ্লাইওভার থেকে ছিটকে গিয়ে ঝুপড়ির ছাদে পড়ল গাড়ি

Ultadanga Flyover Accident: ভয়াবহ দুর্ঘটনা শহরে, ফ্লাইওভার থেকে ছিটকে গিয়ে ঝুপড়ির ছাদে পড়ল গাড়ি

Ultadanga Flyover Accident: ভয়াবহ দুর্ঘটনা শহরে, ফ্লাইওভার থেকে ছিটকে গিয়ে ঝুপড়ির ছাদে পড়ল গাড়ি

[ad_1]

রবিবার রাতে উল্টোডাঙায় ভয়াবহ এক দুর্ঘটনা ঘটল। প্রায় মধ্যরাত নাগাদ উল্টোডাঙা উড়ালপুল থেকে ছিটকে গিয়ে নীচে গিয়ে পড়ে যায় একটি গাড়ি। এই দুর্ঘটনায় চালক সহ ৩ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। রিপোর্টে দাবি করা হয়েছে, গাড়ির চালক মত্ত অবস্থায় থেকে থাকতে পারেন। এর জেরেই উড়ালপুল থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নীচে পড়ে গিয়ে থাকতে পারে গাড়িটি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ির চালকের নাম মহম্মদ শোয়েব। তাঁকে আরজি কর হাসপাতালে ভরতি করা হয় গতরাতে। পরে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। (আরও পড়ুন: সন্দেশখালির প্রতিবাদে বিজেপির ধরনায় ‘না’ কলকাতা পুলিশের, হাই কোর্টে সুকান্ত)

আরও পড়ুন: ঘরে ঢুকে পরপর গুলি, খুন তৃণমূলের উপপ্রধান, অভিযোগের তির জমি ব্যবসায়ীর দিকে

জানা যায়, গতকাল লেকটাউন থেকে উল্টোডাঙার পুরনো উড়ালপুল দিয়ে বাইপাসের দিকে যচ্ছিল গাড়িটি। সেই সময় গাড়িটি উড়ালপুলের ডিভাইডারে ধাক্কা মারে নিয়ন্ত্রণ হারিয়ে। এরপরই উড়ালপুল থেকে নীচে পড়ে যায় গাড়িটি। উড়ালপুলের নীচে যে ঝুপড়িগুলি আছে, সেগুলির ওপরে গিয়ে পড়ে গাড়িটি। গাড়িতে চালক একই ছিলেন। তিনি গুরুতর আঘাত পেয়েছেন। আপাতত একটি বেসরকারি হাসপাতালে ভরতি আছেন তিনি। এদিকে জানা গিয়েছে, যখন গাড়িটি ঝুপড়ির ওপরে পড়ে, তখন ঘরে দু’জন ছিলেন। তারাও অল্পবিস্তর চোট পেয়েছেন এই দুর্ঘটনায়। (আরও পড়ুন: মুসলিম পক্ষের আবেদন খারিজ HC-র, জ্ঞানবাপীর বেসমেন্টে জারি থাকবে হিন্দুদের পুজো)

আরও পড়ুন: মঙ্গলে দেখা দিতে পারে অমঙ্গলের মেঘ, বৃষ্টি হবে জেলায় জেলায়, জারি সতর্কতা

দুর্ঘটার তদন্তে নামে মানিকতলা থানার পুলিশ। জানা যায়, গাড়ির চালত এন্টালির বাসিন্দা। দুর্ঘটনার জেরে শোয়েব মাথায় চোট পেয়েছেন বলে জানা গিয়েছে। এদিকে দুর্ঘটনার সময় সত্যি চালক মত্ত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে দুর্ঘটনার সময় গাড়ির গতি কত ছিল, তা নিয়েও তদন্ত চলছে। উল্লেখ্য, এর আগেও উল্টোডাঙা উড়ালপুলে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। ২০২২ সালে একটি বাইক গার্ডওয়ালে ধাক্কা মেরে নীচে পড়ে গিয়েছিল। এর আগেও বহুবার উল্টোডাঙা উড়ালপুলে দুর্ঘটনা ঘটেছে। ২০১৩ সালে উল্টোডাঙা উড়ালপুলের একটি অংশ খুলে পড়ে গিয়েছিল। ২০২২ সালে আবারও উড়ালপুলে ফাটল দেখা গিয়েছিল।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here