Home আপডেট Uluberia Hospital: উলুবেড়িয়া হাসপাতালের পরিষেবা আরও উন্নত করায় জোর মন্ত্রী পুলক রায়ের

Uluberia Hospital: উলুবেড়িয়া হাসপাতালের পরিষেবা আরও উন্নত করায় জোর মন্ত্রী পুলক রায়ের

Uluberia Hospital: উলুবেড়িয়া হাসপাতালের পরিষেবা আরও উন্নত করায় জোর মন্ত্রী পুলক রায়ের

[ad_1]

উলুবেড়িয়া মহকুমা হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নীত করা হলেও সেখানে দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরনের অভিযোগ উঠে আসছিল। বেআইনি পার্কিং থেকে শুরু করে দালালরাজ প্রভৃতি অভিযোগের পাশাপাশি রোগী কল্যাণ সমিতি ঠিকমতো কাজ করছে না বলে অভিযোগ উঠে আসছিল। এই অবস্থায় সুপার স্পেশালিটি এই হাসপাতালের পরিষেবাকে আরও ভালো করে তুলতে উদ্যোগী হয়েছে হলেন হাসপাতালে রোগী কল্যাণ সমিতির দায়িত্বে থাকা রাজ্যের মন্ত্রী পুলক রায়। আরও পড়ুন: স্বাস্থ্যকর্মীকে হেনস্থার দায়ে যুবককে কান ধরে ওঠবোস করালেন তৃণমূল বিধায়ক!

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই হাসপাতালের চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে। তাছাড়া বেআইনি পার্কিংও সরানোর কাজ শুরু হয়েছে। এছাড়াও রোগীদের সুবিধার্থে হাসপাতাল চত্বরে পুলিশ এবং সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত, বছর খানেক আগেই এই হাসপাতালকে সুপার স্পেশালিটি এবং মেডিক্যাল কলেজে উন্নীত করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও হাসপাতালের পরিষেবা নিয়ে প্রশ্ন উঠেছিল। মেডিক্যাল কলেজের এমন দশা নিয়ে প্রশ্ন তুলছিল রোগী পরিবার। তাদের অভিযোগ ছিল, বেআইনি পার্কিং এবং দালালরাজের ফলে তাদের হয়রানির শিকার হতে হচ্ছে। এছাড়াও, এই হাসপাতালে রোগী কল্যাণ সমিতি থাকলেও তা সক্রিয় ছিল না বলেই অভিযোগ উঠেছিল। তবে মন্ত্রী পুলক রায়কে রোগীর কল্যাণ সমিতির গুরুত্বপূর্ণ পদে বসানোর পরে তিনি এই সমস্ত বিষয়ে সমস্যা মেটাতে উদ্যোগী হন।

এতদিন ধরে হাসপাতালে রোগী পরিজনদের যা অভিযোগ ছিল সেই সমস্ত অভিযোগগুলি খতিয়ে দেখে সমাধান করার চেষ্টা করছেন মন্ত্রী পুলক রায়। সে ক্ষেত্রে অবৈধ পার্কিং বন্ধের পাশাপাশি হাসপাতালে ঢোকার পথসহ বিভিন্ন জায়গায় পুলিশ এবং সিভিক ভলান্টিয়ারদের মোতায়েন করা হয়েছে। হাসপাতাল থেকে বেসরকারি গাড়ি সরানোর কাজ শুরু হয়েছে। এছাড়া, হাসপাতালের বেহাল রাস্তা মেরামত করার পাশাপাশি ভিতরে বাগান রয়েছে সেটি সাজানোর কাজ শুরু হয়েছে। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যাতে রোগী পরিজনদের কোনও সমস্যা না হয় সেই বিষয়ে জোর দিতে চাইছেন মন্ত্রী। তিনি জানান, সকলে যাতে ঠিকমতো পরিষেবা পান সে বিষয়টির উপর জোর দেওয়া হচ্ছে। মেডিক্যাল কলেজকে সাজানো হচ্ছে। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কোনওরকম ভাবে সমস্যা না হয় সেটাই চেষ্টা করা হচ্ছে। স্বাস্থ্যক্ষেত্রে যাতে কোনওরকমের সমস্যা না হয় সেটাই চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান। এছাড়াও দালালরাজ কোনওভাবেই বরদাস্ত করা যাবে না বলে স্পষ্ট করেছেন মন্ত্রী।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here