Home বিনোদন ‘গেট গর্জাস ইউনিসেক্স স্যালোনে’ এক সঙ্গীতময় সন্ধ্যা

‘গেট গর্জাস ইউনিসেক্স স্যালোনে’ এক সঙ্গীতময় সন্ধ্যা

‘গেট গর্জাস ইউনিসেক্স স্যালোনে’ এক সঙ্গীতময় সন্ধ্যা
ছবি ও লেখা সৌজন্য অনুষ্টুপ ভট্টাচার্য

শহর কলকাতা ধীরে ধীরে আধুনিকতার দিকে এগিয়ে চলেছে। শহরের রাজপথ থেকে অলিগলি সবজায়গাতেই লেগেছে এই আধুনিকতার ছোঁয়া। সেই আধুনিকতায় উদ্বুদ্ধ হয়ে রক্তিম গুহ এবং মৌমিতা গুহ দুজনেই উচ্চপদে উচ্চবেতনের চাকরি করতেন। কর্পোরেট সেক্টরের চাকরি থেকে অবসর নিয়ে নতুন কিছু করার উদ্যোগ নেন তারা । আজ থেকে পাঁচবছর আগে নেয়া একটা সিদ্ধান্তে তাদের জীবনে আমুল পরিবর্তন ঘটে যায়। সল্টলেক সেক্টর ১এ তে তারা একটি বিউটি স‍্যালন খোলেন যা সম্পূর্ণভাবে প্রফেশনাল মানুষদের দ্বারা পরিচালিত। গেট গর্জেস এই স‍্যালোনে চুলের ওপর আধুনিক নানা স্টাইলিংয়ের যাবতীয় কাজ, স্কিনের সবরকম সমাধান করা হয়। দম্পতির কথায় এটা কোনও ক্লিনিক নয় এটা আগে সবাইকে জানতে হবে এবং বুঝতে হবে। এটা যেহেতু স‍্যালন তাই ক্লিনিক ট্রিটমেন্ট এখানে হয় না, এছাড়াও আছে মেক আপ, কনে সাজানো, পুরুষ এবং মহিলা সম্পূর্ণভাবে আলাদা ব‍্যবস্থা। হেয়ার কাটিং, স্টাইলিং, চুলের ট্রিটমেন্ট স্কিন ফেসিয়াল, পেডিকিওর ম‍্যানিকিওর। এখানে মেক আপ করানো হয় উচ্চমানের মেক আপ আর্টিস্ট দিয়ে এবং যারা এই বিষয়ে ভালোভাবে ট্রেনিং নিয়েছে , শংসাপত্র সহ শিক্ষিত হেয়ার স্টাইলিস্ট, বিউটিশিয়ান এবং মেকআপ আর্টিস্ট। এখানে বিভিন্ন আন্তর্জাতিক নামী দামি সংস্থার কসমেটিকস ব‍্যবহার করা হয় যা একশো শতাংশ রাসায়নিক বর্জিত বা কেমিক‍্যাল ফ্রি। যা কাস্টমারদের চাহিদামতো দিয়ে থাকে এই স‍্যালনের এক্সপার্টরা। খুব তাড়াতাড়ি এনারা সল্টলেকের এফ ডি ব্লকে আরও একটি শাখা খুলতে চলেছে গেট গর্জেস স‍্যালন হেয়ার এন্ড বিউটি একাডেমি নামে। যেখানে প্রফেশনাল ট্রেনিংয়ের পাশাপাশি হেয়ার, স্কিন, মেকআপ এর ওপর সার্টিফিকেট কোর্স করানো হবে।

ছবি ও লেখা সৌজন্য অনুষ্টুপ ভট্টাচার্য