Home আপডেট Upper primary Test postponed: আচরণবিধির গেরো, আপাতত স্থগিত আপার প্রাইমারির পার্সোনালিটি টেস্ট

Upper primary Test postponed: আচরণবিধির গেরো, আপাতত স্থগিত আপার প্রাইমারির পার্সোনালিটি টেস্ট

Upper primary Test postponed: আচরণবিধির গেরো, আপাতত স্থগিত আপার প্রাইমারির পার্সোনালিটি টেস্ট

[ad_1]

আপাতত স্থগিত হয়ে হয়ে গেল আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের পার্সোনালিটি টেস্ট। ২ এপ্রিল এই টেস্ট হওয়ার কথা ছিল। কিন্তু স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, ওই দিন টেস্ট হচ্ছে না। কবে হবে তাও কিছু জানায়নি কমিশন। বিজ্ঞপ্তি দিয়ে এ খবর জানিয়েছে কমিশন।

জানা গিয়েছে, লোকসভা ভোট ঘোষণা হওয়ায় আদর্শ আচারণবিধি জারি হয়েছে দেশ জুড়ে। এই অবস্থায় আপার প্রাইমারিতে টেস্ট নেওয়া যাবে কিনা নিয়ে ধোঁয়াশায় স্কুল সার্ভিস কমিশন। সে কারণেই স্থগিত করে দেওয়া হয়েছে টেস্ট।

আরও পড়ুন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে যোগ দেওয়া উচিত হয়নি’‌, মন্তব্য প্রাক্তন বিচারপতির

ধোঁয়াশা কাটাতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। কমিশনের কাছ থেকে যদি সদর্থক জবাব আসে তবে টেস্ট নেওয়া হবে। এগোবে নিয়োগ প্রক্রিয়া। না হলে ভোট শেষ না হওয়া অবধি অপেক্ষায় থাকতে হবে চাকরি প্রার্থীদের।

আপার প্রাইমারিতে (কর্মশিক্ষা ও শরীরশিক্ষা ছাড়া) ২০১৬-র প্যারা টিচারদের সংরক্ষিত ১০ শতাংশ আসনের পার্সোনালিটি টেস্ট বাতিল করা হয়েছে। নোটিশ দিয়ে এ খবর জানিয়েছে, স্কুল সার্ভিস কমিশন। এই পরীক্ষা কবে হবে তা পরে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে বলে কমিশন জানিয়েছে।

আরও পড়ুন। লোকসানে চলা কলকাতার সংস্থাও নির্বাচনী বন্ড কিনেছে, প্রাপ্তিতে এগিয়ে কে?

এক বছরের বেশির অপেক্ষার আদালতের রায়ে শুরু হয়েছিল নিয়োগ প্রক্রিয়া। হাসি ফুটেছিল পরীক্ষার্থীদের মুখে। কিন্তু লোকসভা ভোটের কারণে আর্দশ আচারণবিধি জারি থাকায়, এই পরীক্ষা নিতে চাইছে না স্কুল সার্ভিস কমিশন। তারা নির্বাচন কমিশনে চিঠি দিয়ে এ বিষয়ে স্পষ্ট হতে চেয়েছে। কমিশন যদি বলে নিতে তবে পার্সোনালিটি টেস্ট হবে। না হলে ভোটে পর নেবে স্কুল সার্ভিস কমিশন।

আরও পড়ুন। বিশ্বভারতীতে এবারও হচ্ছে না বসন্ত উৎসব, পর্যটকদের জন্য থাকছে বিধিনিষেধ

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here