Home খেলাধুলো নেপালের বিরুদ্ধে লজ্জার রেকর্ড আমেরিকা ক্রিকেট দলের

নেপালের বিরুদ্ধে লজ্জার রেকর্ড আমেরিকা ক্রিকেট দলের

নেপালের বিরুদ্ধে লজ্জার রেকর্ড আমেরিকা ক্রিকেট দলের

 

২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারি হারারেতে আফগানিস্তানের বিপক্ষে ৮৩ বলে অল আউট হয়ে গিয়েছিল জিম্বাবোয়ে। সেই রেকর্ড ভেঙে লজ্জার রেকর্ড গড়ে আমেরিকার ইনিংস শেষ হল মাত্র ৭২ বল। ২০০৪ সালে হারারেতে জিম্বাবোয়েকে ৩৫ রানে অলআউট করেছিল শ্রীলঙ্কা। এবার সেই রেকর্ড ও স্পর্শ করল আমেরিকা।

নেপালের বিরুদ্ধে ৫০ ওভারের ম্যাচে মাত্র ৩৫ রানে শেষ হয়ে গেল আমেরিকার ইনিংস। দুই দল মিলে খেলল মাত্র ১৭.২ ওভার। ৭১ রানে পড়ল মোট ১২টি উইকেট।

নেপালের কীর্তিপুরে আইসিসি বিশ্বকাপ লিগ-২’র ম্যাচে নেপালের বিরুদ্ধে খূলছিল আমেরিকা।প্রথমে ব্যাটিং করতে নেমেছিল আমেরিকা। ১২ ওভারে তারা মাত্র ৩৫ রানে অলআউট হয়ে যায়। ৫.২ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় নেপাল। ফলে আন্তর্জাতিক ওয়ানডেতে সর্বনিম্ন রানের রেকর্ড গডল় আমেরিকা। নেপালের স্পিনার সন্দীপ লামিচানে ৬ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন।

ওয়ানডে ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহের রান :-

∆ আমেরিকা :- ৩৫ বনাম নেপাল, ২০২০

∆ জিম্বাবোয়ে –
৩৫ বনাম শ্রীলঙ্কা, ২০০৪

∆ কানাডা –
৩৬ বনাম শ্রীলঙ্কা, ২০০৩

∆ জিম্বাবোয়ে –

৩৮ বনাম শ্রীলঙ্কা, ২০০১

∆ শ্রীলঙ্কা –

৪৩ বনাম দক্ষিণ আফ্রিকা, ২০১২