Home আপডেট Ustad Rashid Khan’s Instagram account: ‘প্রথম ভোট দিন’, রাশিদ খানের অ্যাকাউন্টে ভেসে উঠল পোস্ট, প্রয়াত হন জানুয়ারিতে

Ustad Rashid Khan’s Instagram account: ‘প্রথম ভোট দিন’, রাশিদ খানের অ্যাকাউন্টে ভেসে উঠল পোস্ট, প্রয়াত হন জানুয়ারিতে

Ustad Rashid Khan’s Instagram account: ‘প্রথম ভোট দিন’, রাশিদ খানের অ্যাকাউন্টে ভেসে উঠল পোস্ট, প্রয়াত হন জানুয়ারিতে

[ad_1]

তিন মাস আগে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। অথচ রবিবার (৭ এপ্রিল) উস্তাদ রাশিদ খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে উঠল বিশেষ পোস্ট। যে পোস্টে প্রথমবার ভোটদানের পক্ষে উৎসাহ জোগানো হয়েছে। যে অ্যাকাউন্ট থেকে সেই পোস্ট ভেসে উঠেছে, তাতে ব্লু টিকও আছে। ফলোয়ারের সংখ্যা ৬৯,০০০-র বেশি। আর সেই পোস্ট দেখে রীতিমতো বিরক্ত হয়েছেন নেটিজেনরা। এক নেটিজেন বলেন, ‘এই পোস্টটা রিপোর্ট করে দিলাম।’ অপর একজন বলেন, ‘এটা চূড়ান্ত অসভ্যতামি।’ একইসুরে অপর এক নেটিজেন বলেছেন, ‘নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না।’ একজন আবার বলেন, ‘ইনস্টাগ্রামে এই পোস্টটা চোখে পড়ল। এটা চূড়ান্ত অসংবেদনশীল। এটা কী ধরনের নোংরামি? এটা উস্তাদের ব্লু টিক দেওয়া অ্যাকাউন্ট থেকে সেই পোস্ট করা হয়েছে। আমি বিশ্বাস করতে পারছি না।’ একজন বলেন যে ‘দয়া করে পোস্টটা মুছে ফেলা হোক।’

যদিও এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার সময় পর্যন্ত ইনস্টাগ্রামে ওই পোস্ট রয়েছে। যে পোস্টে উস্তাদের ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘(দেশের নাগরিক) হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হল ভোটাধিকার। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রেকর্ড সংখ্যক যুবক-যুবতী ভোট দেবেন। তাই আমি সব মানুষকে আর্জি জানাচ্ছি যে তাঁরা যেন নিজেদের ভোটার কার্ড গুছিয়ে রাখেন এবং বিশ্বের সবথেকে বড় গণতন্ত্রের উৎসব উদযাপনের প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। বিশেষত যুব সম্প্রদায়কে (সেই আর্জি জানাচ্ছি)।’ 

আরও পড়ুন: Dadagiri 10-Madhurima: ‘আগামী দশ বছরে ১০০টি আদিবাসী স্কুল..’, দাদাগিরির মঞ্চে মধুরিমার এই গল্প শুনলে গায়ে কাঁটা দেবে

সেইসঙ্গে একটি সংস্থাকেও ধন্যবাদ জানানো হয়েছে ওই পোস্টে। যে সংস্থা ‘আমার প্রথম ভোট’ (#MYFirstVote) কর্মসূচি চালু করেছে। ওই সংস্থার ইনস্টাগ্রাম পেজে দেখা গিয়েছে যে ‘আমার প্রথম ভোট’ কর্মসূচির আওতায় ভারতের বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মীনাক্ষী লেখি, কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার, প্রাক্তন অ্যাথলিট পিটি ঊষা, অভিনেতা বোমান ইরানি, অভিনেতা রিধি ডোগরা, প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরের মতো তারকাদের নাম করেও পোস্ট করা হয়েছে।

আরও পড়ুন: Indian Idol 14-Rashid Khan: ‘আমার আরেক বাবা…’, গুরুজি রাশিদ খানের মৃত্যু, শোকে পাথর ‘ইন্ডিয়ান আইডল’-এর দীপন!

উস্তাদ রাশিদ খানের প্রয়াণ

গত ৯ জানুয়ারি কলকাতার একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন উস্তাদ রাশিদ খান। তাঁর বয়স হয়েছিল ৫৫। সেদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দেশের জন্য বড় ক্ষতি হয়ে গেল। আমাদের সকলের বড় ক্ষতি হল। উনি আমার ভাইয়ের মতো ছিলেন। আমায় মা বলে ডাকতেন তিনি।’

আরও পড়ুন: Rashid Khan: রাশিদ খানকে চিনতেন ১২ বছর বয়স থেকে, আবেগঘন চন্দ্রা লিখলেন, ‘খুব শিগগিরি তোমার মারুবেহাগ শুনব দাদা…’

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here