Home আপডেট Viral Video: উত্তরপ্রদেশে ব্রীজ থেকে নদীতে ছুঁড়ে ফেলা হচ্ছে কোভিড রোগীর মৃতদেহ

Viral Video: উত্তরপ্রদেশে ব্রীজ থেকে নদীতে ছুঁড়ে ফেলা হচ্ছে কোভিড রোগীর মৃতদেহ

Viral Video: উত্তরপ্রদেশে ব্রীজ থেকে নদীতে ছুঁড়ে ফেলা হচ্ছে কোভিড রোগীর মৃতদেহ

কোনো এক কোভিডরোগীর মৃতদেহ ছুড়ে ফেলা হচ্ছে নদীতে। আর সেই ভিডিও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কয়েক সপ্তাহ আগেই উত্তরপ্রদেশে এ ভাবে গঙ্গায় মৃতদেহ ফেলে দেওয়ার ঘটনা খবরের শিরোনামে উঠে এসেছিল।

ইতিমধ্যেই উত্তর ভারতের কয়েকটি রাজ্য সরকারকে এ বিষয়ে সতর্ক করেছে কেন্দ্রীয় সরকার। নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নদীতে মৃতদেহ ফেলে না দেওয়া হয়, সে বিষয়ে নজর রাখতে। রাজ্যগুলিকে একটি চিঠিতে কেন্দ্র বলেছে, এ ধরনের ঘটনা রোধ করতে নদী তীরবর্তী এলাকায় টহল বাড়াতে হবে। দারিদ্র্য এবং সচেতনতার অভাবেই এ ধরনের ঘটনা ঘটছে বলে মনে করে কেন্দ্র। কিন্তু তার পরেও এ ধরনের দৃশ্য দেখা যাচ্ছে।

 

ঘটনায় প্রকাশ, নতুন এই ভিডিয়োটি গত ২৮ মে তোলা হয়েছিল। উত্তরপ্রদেশের বলরামপুর জেলার ওই ঘটনাস্থলে গাড়িতে করে পৌঁছান কয়েক জন। ভিডিয়োয় দেখা যায়, পিপিই পোশাক পরিহিত দুই ব্যক্তি সেতু থেকে একটি মৃতদেহ ছুড়ে ফেলছে রাপ্তি নদীতে। পিপিই পরিহিত এক ব্যক্তিকে দেখা যায়, সে সম্ভবত মৃতদেহটিকে ঝাঁকিয়ে ব্যাগ থেকে বের করার চেষ্টা করছে।

বিষয়টি জানাজানি হতেই বলরামপুরের চিফ মেডিক্যাল অফিসার নিশ্চিত করেছেন, মৃতদেহটি প্রকৃতপক্ষে এক কোভিডরোগীর। তাঁর আত্মীয়রা ওই মৃতদেহ নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করছিলেন। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

চিফ মেডিক্যাল অফিসার ভিভি সিং সংবাদ মাধ্যমের কাছে বলেন, “প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ওই রোগীকে ২৫ মে হাসপাতালে ভরতি করা হয়েছিল এবং তিন দিন পরে ২৮ মে তিনি মারা যান। কোভিড প্রোটোকল মেনে মৃতদেহ তাঁর আত্মীয়দের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু আত্মীয়রা মৃতদেহটি নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করে। আমরা মামলা দায়ের করেছি এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে”।