Home আপডেট WB Medical Council: অন্য রাজ্যের ডাক্তারদের বাংলায় প্র্যাকটিস করতে এবার থেকে নাম রেজিস্টার করতে হবে

WB Medical Council: অন্য রাজ্যের ডাক্তারদের বাংলায় প্র্যাকটিস করতে এবার থেকে নাম রেজিস্টার করতে হবে

WB Medical Council: অন্য রাজ্যের ডাক্তারদের বাংলায় প্র্যাকটিস করতে এবার থেকে নাম রেজিস্টার করতে হবে

[ad_1]

ভিন রাজ্যের চিকিৎসকদের তথ্য এর আগে বেসরকারি হাসপাতালগুলির কাছে চেয়ে পাঠিয়েছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। আর এবার ভিন রাজ্যের চিকিৎসকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল কাউন্সিল। সেক্ষেত্রে ভিন রাজ্যের চিকিৎসকরা এই রাজ্যে চিকিৎসার জন্য আসলে বাধ্যতামূলকভাবে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে তাঁদের নাম নথিভুক্ত করতে হবে। সেক্ষেত্রে শুধু প্র্যাকটিস করলেই নয়, নির্দিষ্ট সময় অন্তর ভিন রাজ্যের ডাক্তাররা চিকিৎসা করানোর জন্য আসলেও সেই সমস্ত ভিজিটিং চিকিৎসকদের রাজ্য মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে।

আরও পড়ুন: বেসরকারি হাসপাতালের কাছে ভিন রাজ্যের চিকিৎসকদের তালিকা চাইল মেডিক্যাল কাউন্সিল

রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফে নির্দেশিকা জারি করে আরও বলা হয়েছে, উচ্চশিক্ষা বা পোস্ট গ্রাজুয়েটের জন্য ভিন রাজ্য থেকে যে সমস্ত ডাক্তারি পড়ুয়ারা এরাজ্যে আসবে তাদের ক্ষেত্রেও রাজ্য মেডিক্যাল কাউন্সিলে তাদের নাম বাধ্যতামূলকভাবে নথিভুক্ত করতে হবে। কত দিনের মধ্যে নাম নথিভুক্ত করতে হবে সে বিষয়টিও নির্দিষ্ট করে দিয়েছে কাউন্সিল। সেক্ষেত্রে তিন মাসের মধ্যে নাম নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল।

উল্লেখ্য, রাজ্যের অনেক বেসরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা দিয়ে থাকেন ভিন রাজ্যের চিকিৎসকরা। অথচ রাজ্য সরকারের কাছে ওই সমস্ত চিকিৎসকদের সম্পর্কে কোনও তথ্য নেই বা রাজ্য মেডিক্যাল কাউন্সিলে তাদের নাম নথিভুক্ত থাকে। ফলে চিকিৎসায় গাফিলতি সংক্রান্ত কোনও অভিযোগ পেলে সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে সমস্যা হয়। তাছাড়া স্বাস্থ্যসাথী প্রকল্পে ভিন রাজ্যের চিকিৎসকরা চিকিৎসা করাতে পারবেন না বলে নির্দেশ রয়েছে স্বাস্থ্য দফতরের। এই অবস্থায় বেসরকারি হাসপাতালগুলির কাছে এই সমস্ত চিকিৎসকদের তালিকা আগেই চেয়ে পাঠিয়েছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। আর এবার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করল।

মেডিক্যাল কাউন্সিলের তরফে জানানো হয়েছে, ভিন রাজ্যের চিকিৎসকদের ক্ষেত্রে তাদের নিজেদের রাজ্যের রেজিস্ট্রেশন থাকতে পারে তাতে কোনও অসুবিধা নেই, তবে সেই সঙ্গে এরাজ্যের রেজিস্ট্রেশন নম্বরও নিতে হবে। দুটি রেজিস্ট্রেশন নম্বরই তাঁরা ব্যবহার করতে পারবেন। জানা গিয়েছে, দ্রুত এই মর্মে সংবাদপত্রে বিজ্ঞপ্তি জারি করা হবে। প্রসঙ্গত, এ রাজ্যে চিকিৎসায় গাফিলতির অভিযোগ অনেক রয়েছে। তাই এমন পদক্ষেপ মেডিক্যাল কাউন্সিলের।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here