Home আপডেট WB State Budget 2024: ভিনরাজ্যে বাংলার স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করতে পারবেন পরিযায়ী শ্রমিকরা, ঘোষণা রাজ্য বাজেটে

WB State Budget 2024: ভিনরাজ্যে বাংলার স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করতে পারবেন পরিযায়ী শ্রমিকরা, ঘোষণা রাজ্য বাজেটে

WB State Budget 2024: ভিনরাজ্যে বাংলার স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করতে পারবেন পরিযায়ী শ্রমিকরা, ঘোষণা রাজ্য বাজেটে

[ad_1]

West Bengal State Budget 2024: রাজ্য বাজেটে পরিযায়ী শ্রমিকদের জন্য় বিরাট ঘোষণা। বিশেষত ভিনরাজ্যে যে সমস্ত শ্রমিকরা কাজ করতে যান তাঁদের স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে এবার বড় ঘোষণা করা হল রাজ্য বাজেটে। সেখানে বলা হয়েছে, রাজ্যের বাইরে যে সমস্ত হাসপাতাল রয়েছে, সেখানেও পরিযায়ী শ্রমিকরা ব্যবহার করতে পারবেন স্বাস্থ্যসাথী।

অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য: পরিযায়ী শ্রমিকদেরও স্বাস্থ্যসাথীর আওতায় আনা হল। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে শ্রমিকরা রাজ্যের বাইরে আছেন, তাঁরা সেখানকার হাসপাতালেও স্বাস্থ্যসাথীর কার্ড ব্যবহার করতে পারবেন।

বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন, যাঁরা অন্য় রাজ্যে কাজ করতে যান তাঁদের জন্য স্বাস্থ্য সাথীর সুবিধা পাবেন। তিনি বলেন, এত আর্থিক প্রতিকূলতার মধ্য়েও আমরা দেখিয়ে দিয়েছি কীভাবে এগোতে হয়। বলেছেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

তবে অনেকের মতে রাজ্য বাজেটে এটি নিঃসন্দেহে বড় ঘোষণা। কারণ বছরের পর বছর ধরে হাজার হাজার শ্রমিক বাংলা থেকে ভিন রাজ্যে কাজ করতে যান। কিন্তু সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়লে মারাত্মক সমস্য়ায় পড়ে যান তাঁরা। কারণ অসুস্থ অবস্থায় বাংলায় ফিরে আসাটা সমস্যার। আবার অসুস্থ অবস্থায় ভিনরাজ্যের হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে সমস্য়ায় পড়েন তারা। সেক্ষেত্রে কীভাবে সেই পরিস্থিতি সামলানো যায় তা নিয়ে চিন্তাভাবনা চলছিল। তবে তার মধ্য়েই এবার ঘোষণা করা হল, পরিযায়ী শ্রমিকদেরও স্বাস্থ্যসাথীর আওতায় আনা হচ্ছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে শ্রমিকরা রাজ্যের বাইরে আছেন, সেখানে কাজ করছেন তাঁরা সেখানকার হাসপাতালেও স্বাস্থ্যসাথীর কার্ড ব্যবহার করতে পারবেন।

এদিকে সম্প্রতি দুয়ারের সরকার প্রকল্পের একটি বিশেষ চিত্র সামনে এসেছিল। সেখানে ডিসেম্বরের মাঝামাঝি দেখা গিয়েছিল পূর্ব মেদিনীপুর জেলায় মোট ৪২৫টি শিবির হয়েছে। এর মধ্যে স্থায়ী শিবিরের সংখ্যা ছিল ১০৪টি এবং ৩২১ টি ভ্রাম্যমাণ শিবির ছিল। পূর্ব মেদিনীপুরে প্রথম দিনে ৩৮ হাজার ৬৬৭ জন আবেদন জমা দিয়েছেন। যার মধ্যে পরিযায়ী শ্রমিকদের জন্য বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার প্রকল্পে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে। যে জেলায় থাকেন শুভেন্দু অধিকারী। এই প্রকল্পে ৩১ হাজার ৭৪২টি আবেদন জমা পড়েছে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন জমা পড়েছে ১৬৮৭টি এবং ৯৫২টি স্বাস্থ্যসাথী প্রকল্পে। এছাড়া, ৭৭৩টি আবেদন বয়স্ক ভাতার জন্য জমা পড়েছে। তাছাড়া খাদ্যসাথী প্রকল্পে ৭৩০টি আবেদন জমা পড়েছে।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here