Home আপডেট বাংলার ক্ষমতায় আবার মমতাই ~ স্পষ্ট ইঙ্গিত অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায়

বাংলার ক্ষমতায় আবার মমতাই ~ স্পষ্ট ইঙ্গিত অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায়

বাংলার ক্ষমতায় আবার মমতাই ~ স্পষ্ট ইঙ্গিত অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায়

করোনা মহামারির মধ্যেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আট দফার ভোটগ্রহণ সম্পূর্ণ হল বৃহস্পতিবার। এবারের নির্বাচনে মনে করা হচ্ছিল তৃণমূলকে ধরাশায়ী করে রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি, বিশেষ করে খোদ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রায় ১০০ জন কেন্দ্রীয় নেতা মন্ত্রীর ক্রমাগত আগমন, র‍্যালি, বক্তৃতা, রোড শো এ বঙ্গ বিজেপির নেতাদের আস্ফালন এবং তৃণমূলের ঘর ভাঙার খেলায় সরগরম ছিল রাজ্য রাজনীতি।     অষ্টম তথা শেষ দফার ভোটগ্রহণ শেষে বুথ ফেরত সমীক্ষা পেশ করেছে একাধিক সমীক্ষক সংস্থা। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষার মতে, সেই জল্প‌নায় বস্তুত জল ঢেলে তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফিরছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee trying hard for image makeover, Opinions & Blogs News | wionews.com

বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা

এবিপি– সি ভোটারের সমীক্ষা

তৃণমূল: ১৫২-১৬৪

বিজেপি: ১০৯-১২১

সংযুক্ত মোর্চা: ১৪-১৫

টাইমস নাও-সি ভোটার

তৃণমূল: ১৫৮

বিজেপি: ১১৫

সংযুক্ত মোর্চা: ১৯

অন্যান্য: ২

সিএনএন নিউজ ১৮-সি ভোটার

তৃণমূল: ১৬২

বিজেপি: ১১৫

সংযুক্ত মোর্চা: ১৫

অন্যান্য: ২

রিপাবলিক টিভি-সিএনএক্স

বিজেপি: ১৩৮-১৪৮

তৃণমূল: ১২৮-১৪৮

সংযুক্ত মোর্চা: ১১-২১

পি-মার্ক

তৃণমূল: ১৫৮

বিজেপি: ১২০

সংযুক্ত মোর্চা: ১৪

ইটিজি রিসার্চ

তৃণমূল: ১৬৯

বিজেপি: ১১০

সংযুক্ত মোর্চা: ১৩

জন কি বাত

বিজেপি: ১৬২-১৮৫

তৃণমূল: ১০৪-১২১

সংযুক্ত মোর্চা: ৩-৯

রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে আট দফার পর ২৯২টি কেন্দ্রের মধ্যে কত আসন আসতে চলেছে কার ঝুলিতে, তারই সম্ভাব্য ইঙ্গিত দিচ্ছে বুথ ফেরত সমীক্ষাগুলি। বাকি দু’টি আসনে প্রার্থীর মৃত্যুর জন্য ভোটগ্রহণ আগামী ১৬ মে।

এমনিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ভোটের আগে থেকেই দাবি করে আসছে, গত ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের থেকে বেশি আসনে এ বার জয়লাভ করবে তারা। পাশাপাশি বিজেপির তরফেও দাবি করা হয়েছে, তাদের দু’শোর বেশি আসন পাওয়া সুনিশ্চিত। পাশাপাশি ভোটের ময়দানে লড়াইয়ে রয়েছে বামফ্রন্ট, কংগ্রেস এবং আইএসএফের সংযুক্ত মোর্চা। ভোটগণনা এবং ফলাফল প্রকাশ আগামী ২ মে। তার আগে অবশ্য বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস-ও যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

এমনিতে বুথ ফেরত সমীক্ষার ফলাফল অনেক ক্ষেত্রে মিললেও অমিল হওয়ার ঘটনা ঘটেছে একাধিক বার। অতীতে বহুবার দেখা গিয়েছে, বুথ ফেরত সমীক্ষার সঙ্গে আসল ফলাফল একেবারেই মেলেনি। ফলে বুথ ফেরত সমীক্ষাকে ধ্রবসত্য মনে করে উচ্ছ্বসিত, ক্ষুব্ধ বা হতাশ হওয়ার কোনো কারণ নেই। তবে সংখ্যার হেরফের হলেও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাই সঠিক ফলাফলের আভাস দিয়েছিল।