Home আপডেট সাংসদ মহুয়া মৈত্র -র টুইটের জের, রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন স্বপন দাশগুপ্ত

সাংসদ মহুয়া মৈত্র -র টুইটের জের, রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন স্বপন দাশগুপ্ত

সাংসদ মহুয়া মৈত্র -র টুইটের জের, রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন স্বপন দাশগুপ্ত

রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন স্বপন দাশগুপ্ত। আসন্ন বিধানসভা নির্বাচনে তারকেশ্বর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়ছেন তিনি। কিন্তু তাঁকে বিজেপি প্রার্থী ঘোষণা করার পরেই টুইটারে সংবিধানের অনুচ্ছেদ তুলে ধরে সাংসদ পদ বাতিলের দাবি করেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সোমবার রাতে টুইটে মহুয়া মৈত্র জানিয়েছিলেন, বাংলার নির্বাচনে প্রার্থী হয়েছেন স্বপন দাশগুপ্ত। সংবিধানের দশম অনুচ্ছেদ বলছে, রাজ্যসভা মনোনীত সাংসদের পদ বাতিল করতে হবে যদি শপথ গ্রহণের ৬ মাস পর তিনি কোনও রাজনৈতিক দলে যোগ দেন। এরপর মহুয়া দাবি করেছিলেন, ২০১৬ সালের এপ্রিল মাসে তিনি সাংসদ। সুতরাং, বিজেপিতে যোগ দেওয়ার জন্য এখন তাঁর রাজ্যসভার সাংসদ পদ বাতিল করতে হবে বলে দাবি  করেছিলেন তৃণমূল সাংসদ।

মহুয়ার এই টুইটের প্রতিক্রিয়ায় স্বপন দাশগুপ্ত বলেছিলেন, “নির্বাচনের প্রচারে ব্যস্ত আছি। কে কী বলল তা নিয়ে ভেবে লাভ নেই। ‌আসল জায়গা থেকে জানতে চাইলে, উওর দেব।” এপ্রিল পর্যন্ত তাঁর সাংসদ পদ রয়েছে। তার আগেই এ দিন ইস্তফাপত্র রাজ্যসভায় পাঠিয়েছেন স্বপন দাশগুপ্ত। যা আগামিকাল গৃহীত হতে পারে বলে জানা গিয়েছে।

এ বিষয়ে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, তিনি তারকেশ্বর থেকে বিজেপির টিকিটে বিধানসভা ভোটে লড়ছেন। এবং তিনি একজন মনোনীত সাংসদও। এই দু’টি বিষয়ের মধ্যে একাধিক ইস্যু রয়েছে। মনোনয়ন পেশের মাধ্যমে সেই বিষয়গুলির নিষ্পত্তি হয়। তারকেশ্বরের বিজেপি প্রার্থী বলেন, “আমি এখনও মনোনয়ন পেশ করিনি। মনোয়ন পেশ করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।” বৃহস্পতিবার বা শুক্রবার মনোনয়ন পেশ করবেন বলেও জানান তিনি।