Home খেলাধুলো ‘বিতর্কিত’ আম্পায়ারিং সিদ্ধান্তে ‘পরিপূর্ন’ ৩য় টি-২০ জিতে সিরিজ পকেটস্থ করল ক্যারিবিয়ানরা

‘বিতর্কিত’ আম্পায়ারিং সিদ্ধান্তে ‘পরিপূর্ন’ ৩য় টি-২০ জিতে সিরিজ পকেটস্থ করল ক্যারিবিয়ানরা

‘বিতর্কিত’ আম্পায়ারিং সিদ্ধান্তে ‘পরিপূর্ন’ ৩য় টি-২০ জিতে সিরিজ পকেটস্থ করল ক্যারিবিয়ানরা

∆ ওয়েস্ট ইন্ডিজ :-

১৯০/১০

( লুইস ৮৯)

∆ বাংলাদেশ :-

১৪০/১০

( লিটন দাস ৪৩)

ঢাকায় সিরিজের নির্ণায়ক টি-২০তে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদে নজিরবিহীনভাবে প্রায় ৮ মিনিট বন্ধ থাকল খেলা। অনফিল্ড আম্পায়ার তনভীর আহমেদের নানা ‘বিতর্কিত’ সিদ্ধান্তে ক্ষুব্ধ ক্যারিবিয়ানরা বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচ জিতে সিরিজ পকেটস্থ করল। শেষ টি-২০ উইন্ডিজরা জিতল ৫০ রানে।

ঢাকায় নির্ণায়ক ম্যাচে টসে জিতে উইন্ডিজদের প্রথমে ব্যাট করতে পাঠান সাকিব । এভিন লুইস এবং শাই হোপের ওপেনিং পার্টনারশিপ উইন্ডিজকে ৫ ওভারে ৭৬ রানে পৌঁছে দেন। এরপর ব্যক্তিগত ২৩ রানের মাথায় আউট হন হোপ। ৮৯ রান করে লুইস আউট হন। এরপর পাওয়েল-পুরান জুটি ক্যারিবিয়ানরাদের ইনিংসকে টানেন। পুরান ২৯ এবং ১৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন পাওয়েল। ১৯০ রানে শেষ হয় উইন্ডিজ ইনিংস।

বাংলাদেশের রানা তাড়া করার সময় ওসানে থমাসের পঞ্চম ডেলিভারিতে মিড অফে ক্যাচ দিয়ে লিটন দাস আউট হলেও আম্পায়ার তনবীর আহমেদ নো-বল ডাকেন। টেলিভিশন রিপ্লেতে দেখা যায় থমাসের ডেলিভারিটি আইনত সঠিক ডেলিভারি ছিল। পরের ডেলিভারিটি ফের নো ডাকেন আম্পায়ার। এরপর দুই অন-ফিল্ড আম্পায়ারের সঙ্গে বচসায় জড়ান পুরানরা ।
লিটন দাসের ৪৩ ছাড়া রান পাননি কোনও ‘টাইগার’ ব্যাটসম্যান। মেহদি হাসানের ১৯ ,আবু হায়দারের ২২ আশা জাগিয়েও শেষ রক্ষা করতে পারেননি। ১৭ ওভারে ১৪০ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। ৫ উইকেট নেন কিমো পল।