Home আপডেট Worker death: দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় মৃত শ্রমিকের দেহ লোপাটের চেষ্টা, কারখানায় ভাঙচুর

Worker death: দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় মৃত শ্রমিকের দেহ লোপাটের চেষ্টা, কারখানায় ভাঙচুর

Worker death: দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় মৃত শ্রমিকের দেহ লোপাটের চেষ্টা, কারখানায় ভাঙচুর

[ad_1]

ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছিল শ্রমিকের। কিন্তু, মৃতদেহ পরিবারের হাতে তুলে না দিয়ে পাচার করার চেষ্টা করল কর্তৃপক্ষ। এমনই অভিযোগ তুলে কারখানার ভিতরে দেহ রেখে তুমুল বিক্ষোভ দেখালেন অন্যান্য শ্রমিকেরা।  ভাঙচুর করা হল গাড়ি। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কাঁকসা থানা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

আরও পড়ুনঃ রঙের উৎসবে পথ দুর্ঘটনায় মৃত্যু শিশুর, গাড়িতে ধরানো হল আগুন, লাঠিচার্জ পুলিশের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম সুজয় বিশ্বাস (২৬)। তিনি কাঁকসা এলাকারই বাসিন্দা। শ্রমিকদের অভিযোগ, সুজয় কারখানাতে বেশ কয়েক বছর ধরে কাজ করছিলেন কাজ শেষে রাতে বিশ্রাম করার জন্য কারখানার ভিতরে শুয়ে পড়েছিলেন। সেই সময় কারখানার ভিতরে মাল ওঠানো নামানোর জন্য ট্রাক প্রবেশ করেছিল। তখন ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সুজয়কে পিষে দেয়। এর ফলে ঘটনাস্থালেই মৃত্যু হয় সুজয়ের। তাকে হাসপাতালে পর্যন্ত নিয়ে যাওয়া হয়নি বলেই অভিযোগ। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে রাত ১১টা নাগাদ। অভিযোগ, সুজয়ের মৃতদেহ অন্য কোথাও ফেলে দেওয়ার জন্য পরিকল্পনা করেছিল কারখানা কর্তৃপক্ষ। তবে তার আগেই স্থানীয়রা তা দেখে ফেলেন। এরপর দেহ ফেলে রেখে বিক্ষোভ করেন স্থানীয়রা।

মৃতদেহ লোপাটের অভিযোগে কারখানার ভিতরেই চারচাকা গাড়ি এবং ট্রাকটি ভাঙচুর চালান স্থানীয়রা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। কারখানা ভাঙচুরের খবর পেয়ে সেখানে তড়িঘড়ি পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। তবে পুলিশ পৌঁছলে তাদের ঘিরেও বিক্ষোভ করেন স্থানীয়রা। তারা ক্ষতিপূরণের পাশাপাশি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। শনিবার সকাল পর্যন্ত কারখানা কর্তৃপক্ষের কোনও আশ্বাস না পাওয়ায় এদিন সকাল পর্যন্ত বিক্ষোভ চলে।

স্থানীয়দের দাবি, ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া যার গাফিলতির জন্য এই ঘটনা তার বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে। যতক্ষণ পর্যন্ত পদক্ষেপ না করা হবে ততক্ষণ বিক্ষোভ চলবে বলে তাদের দাবি। অন্যদিকে, এই ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘোরুই। জানা গিয়েছে, তিনিও বিক্ষোভ সামিল হন। উপযুক্ত শাস্তির দাবি জানান এবং ক্ষতিপূরণের দাবি জানান।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here