Home আপডেট World Cup 2023: ইডেনে ম্যাচ দেখার টিকিট দিচ্ছেন স্পিকার, নিতে আপত্তি নেই বিজেপির, পাশাপাশি ক্রিকেট দেখবে TMC-BJP?

World Cup 2023: ইডেনে ম্যাচ দেখার টিকিট দিচ্ছেন স্পিকার, নিতে আপত্তি নেই বিজেপির, পাশাপাশি ক্রিকেট দেখবে TMC-BJP?

World Cup 2023: ইডেনে ম্যাচ দেখার টিকিট দিচ্ছেন স্পিকার, নিতে আপত্তি নেই বিজেপির, পাশাপাশি ক্রিকেট দেখবে TMC-BJP?

[ad_1]

তৃণমূল সরকারকে নিয়ে নানা অভিযোগ বিজেপির। এমনকী বিধায়কদের যে বেতন বৃদ্ধি করা হয়েছে সেই অতিরিক্ত বেতন নিয়েও আপত্তি রয়েছে বিজেপি বিধায়কদের। কিন্তু একটা বিষয়ে অবশ্য আপত্তি নেই বিজেপি বিধায়কদের। সেটা হল ক্রিকেট ম্যাচের টিকিট নেওয়া। ক্রিকেট অ্য়াসোসিয়েশন অফ বেঙ্গল বিধানভার স্পিকারের কাছে টিকিট পাঠিয়েছে। সব মিলিয়ে ২৯৩জন বিধায়কের জন্য মাথাপিছু একটা করে টিকিট পাঠিয়েছে। তবে এই টিকিট নিতে অবশ্য সেভাবে আপত্তি নেই বিজেপি বিধায়কদের। 

আসলে এবার ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচকে ঘিরে একেবারে বাজার গরম। টিকিটের জন্য হাহাকার পড়ে গিয়েছে। একটা টিকিট জোগাড় করতেই রীতিমতো সমস্যায় পড়ে যাচ্ছেন সাধারণ মানুষ থেকে ভিআইপিরা। আর সেই সময় বিধানসভায় এসে হাজির হাতে গরম টিকিট। 

৫ নভেম্বর রবিবার হাইভোল্টেজ ম্যাচ হবে ইডেনে। আর সেই ম্যাচের টিকিট পাঠিয়েছে সিএবি। সেই টিকিট প্রথমে স্পিকারের কাছে আসে। এরপর সেটা বিধানসভার সচিবের কাছে পাঠানো হয়। টিএ ডিএ সেকশন থেকে বিধায়ক নিজে অথবা তাঁর স্বাক্ষরিত চিঠি দেখিয়ে টিকিট সংগ্রহ করা যাবে। 

এদিকে স্পিকারের দফতরের তরফে টিকিটের কথা বলা হয়েছিল সিএবিকে। এরপর এনিয়ে নড়েচড়ে বসে সিএবি। তারপর টিকিট পাঠানো হয় বিধানসভায়। সেই মতো পরিষদীয় দলকে টিকিটের ব্যাপারটি জানিয়ে দেওয়া হয়। 

এদিকে সূত্রের খবর, তৃণমূলের পাশাপাশি বিজেপি বিধায়কদের একাংশ ধীরে ধীরে টিকিট সংগ্রহ করছেন। যেখানে একটা টিকিট জোগাড় করতেই ঘাম ছুটছে সাধারণ মানুষের। সেখানে একেবারে হাতের সামনে টিকিট। সেকারণে আর এনিয়ে দেরি করছেন না বিধায়করা। যাবতীয় বিদ্বেষ ভুলে টিকিট নেওয়ার ক্ষেত্রে অবশ্য দূরে থাকছেন না বিজেপি বিধায়করা। 

বহু ক্ষেত্রে রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে দুই দলের মধ্য়ে। কার্যত আদায় কাঁচকলায় সম্পর্ক উভয়ের মধ্যে। অনেক ক্ষেত্রেই রাজনৈতিক সৌজন্যকে শিকেয় তুলে লড়াইতে নেমে পড়ে যুযুধান দুই শিবির। তবে এবার বিশ্বকাপের টিকিট কার্যত ইডেনের স্টেডিয়ামে এক আসনে বসিয়ে দিতে পারে দুই শিবিরকে। 

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here