Home খেলাধুলো ফুচকা বিক্রেতা যশস্বীর দুরন্ত ব্যাটিং,পাকিস্তানকে চূর্ণ করে অনুর্ধ্ব ১৯’র ফাইনালে প্রিয়ম গর্গরা

ফুচকা বিক্রেতা যশস্বীর দুরন্ত ব্যাটিং,পাকিস্তানকে চূর্ণ করে অনুর্ধ্ব ১৯’র ফাইনালে প্রিয়ম গর্গরা

ফুচকা বিক্রেতা যশস্বীর দুরন্ত ব্যাটিং,পাকিস্তানকে চূর্ণ করে অনুর্ধ্ব ১৯’র ফাইনালে প্রিয়ম গর্গরা

∆ পাকিস্তান:

১৭২/১০
(রোহেল নাজির ৬২)

∆ ভারত:
১৭৬/০
(যশস্বী জয়সোয়াল ১০৫, দিব্যাংশ সাক্সেনা ৫৯)

দাপট বুঝি একেই বলে। একে বিশ্বকাপ সেমিফাইনাল তার উপর প্রতিপক্ষ চিরশত্রু পাকিস্তান। সেখানেই বিনা উইকেট হারিয়ে ১০ উইকেটে শত্রুপক্ষকে একেবারে উড়িয়ে দিয়ে যুব বিশ্বকাপে ভারতের দাপট অব্যাহত থাকল । অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে চলে গেল ভারত।

দক্ষিণ আফ্রিকার পোচেফস্ট্রুমে হাই ভোল্টেজ সেমিফাইনালে ভারতীয়দের সামনে মাত্র ১৭২ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। জবাবে কোন উইকেট না হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত । দুরন্ত ইনিংস খেলেন তরুণ যশস্বী। তাঁর শতরানে ভর করে মাত্র ৩৬ ওভারেই ম্যাচ জিতে যায় ভারত।তাকে যোগ্য সহায়তা করেন দিব্যাংশ সাক্সেনা (৫৯)। ছয় মেরে ম্যাচ শেষ করেন যশস্বী।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতন ভেঙে পড়ে অনূর্ধ্ব-১৯ পাকিস্তান দল। ৯ ওভারের মধ্যে দুই উইকেট হারিয়ে ফেলে তারা। অধিনায়ক রোহেল নাজির (৬২) ও হায়দর আলি (৫৬) ছাড়া কোনও পাকিস্তানি ব্যাটসম্যান ভারতীয় বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। এদিন ২৮ রান দিয়ে তিন উইকেট নেন সুশান্ত মিশ্র।