সপ্তাহের শুরুতে তিন মিছিলে স্তব্ধ হতে পারে কলকাতা

 

কলকাতা: সোমবার ধর্মতলার শহিদ মিনারে জনসভা করতে চলেছে রাজ্য বিজেপি৷আশঙ্কা করা হচ্ছে সপ্তাহের প্রথম দিনেই যানজটে স্তব্ধ হতে পারে উত্তর, মধ্য ও দক্ষিণ কলকাতার বিভিন্ন অংশ৷রাজ্য বিজেপি সূত্রে খবর, মিছিলে মোটামুটি কয়েক লক্ষ জনসমাগমের আশা করা হচ্ছে৷ ফলে সপ্তাহের শুরুতেই যে বাস, ট্যাক্সি, ট্রাম সহ অন্য বিভিন্ন যানের জটে ফের একবার নাকাল হতে পারে কলকাতা, এখনই তা অস্বীকারও করতে পারছে না পুলিশ৷

– কলকাতা ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুম জানিয়েছে যে, তাদের কাছে তিনটি মিছিল হওয়ার খবর রয়েছে৷তবে, যানজট মোকাবিলার জন্য আগাম কোনও ব্যবস্থা গ্রহণ না করে, পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে৷ রাজ্য বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, তিন দিক থেকে পৃথক তিনটি মিছিল শহিদ মিনারের সভাস্থলে পৌঁছবে৷ প্রথমটি শিয়ালদহ স্টেশন, দ্বিতীয়টি হাওড়া স্টেশন এবং তৃতীয় মিছিলটি রাজ্য বিজেপির প্রধান অফিথেকে রওনা দেবে৷

মূলত জেলা থেকে ট্রেনে যে সমস্ত বিজেপি কর্মী আসবেন তাঁদের হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে শহিদ মিনারে সভাস্থলে নিয়ে যাবেন রাজ্য বিজেপির দুই নেতা সঞ্জয় শীল ও অমিতাভ রায়৷ কলকাতাসহ পার্শ্ববর্তী অঞ্চল থেকে যে সমস্ত বিজেপি কর্মী সভাস্থলে যাবেন, তাঁদের নেতৃত্ব দেবেন দলের নেতা তুষার কান্তি ঘোষ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here