Home ব্লগবাজি আমিত্ব — অভিজিত চ্যাটার্জ্জী

আমিত্ব — অভিজিত চ্যাটার্জ্জী

0
আমিত্ব  — অভিজিত চ্যাটার্জ্জী
আমিত্বঃ-
আমার আমিত্বের বহিঃ প্রকাশ,
কোথাও প্রেমে কোথাও সৌন্দর্য প্রকাশে
কোথাও প্রতিযোগীতায়
নয়তো সমালোচনায়।
কোথাও মিথ্যায়
কোথাও সত্যের অহংকারে
কোথাও স্বার্থে,,কোথাও নিঃস্বার্থে
কোথাও ত্যাগে,কোথাও লোভে,
নিজেকে আত্ম উপলব্ধি করি?
এ মহাজগতে আমির প্রকাশ,,,চিরন্তন সত্য।
কোথাও গর্বে,কোথাও বিনয়ে
নয়তো বা আত্ম সমালোচনায়
আবার কোথাও হয়তো
অন্ধ বিশ্বাসে
কোথাও আবেগ অনুভূতিতে,
কোথাও আবার বিরহে।
কোথাও প্রবঞ্চনায়,,
কোথাও আবার সততা বিশ্বাসে,,
কোথাও কামনায়,
কোথাও লোভে
কোথাও সংযমে,
কোথাও ব্যার্থতায়
কোথাও অধিক সফলতায়,
আমিত্বের সতত প্রকাশ
সুর-ছন্দ-গানে, 
কিম্বা তার ছেড়া বেহালায়।


অভিজিত চ্যাটার্জ্জীঃ ২২/০৪/২০১৭

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here