Home আপডেট কুন্তল – শান্তুর ফোন থেকে মুছে দেওয়া চ্যাট উদ্ধার করল ইডি

কুন্তল – শান্তুর ফোন থেকে মুছে দেওয়া চ্যাট উদ্ধার করল ইডি

কুন্তল – শান্তুর ফোন থেকে মুছে দেওয়া চ্যাট উদ্ধার করল ইডি

নিয়োগ দুর্নীতির তদন্তে গ্রেফতার তৃণমূল নেতা কুন্তল ঘোষ ও অভিযুক্ত তৃণমূলের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিপদ আরও বাড়ল। তাদের ফোনে মুছে দেওয়া চ্যাট প্রযুক্তি বিশেষজ্ঞদের দিয়ে উদ্ধার করিয়েছে ইডি। সেই চ্যাট কেন ডিলিট করা হয়েছিল তা জানতে সোমবার কুন্তলকে জেরা করছেন গোয়েন্দারা। এই প্রশ্নের উত্তর জানতে বুধবার ফের শান্তনুকে তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে।

ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বহু তথ্য ফোন থেকে মুছে দিয়েছিলেন কুন্তল ঘোষ। প্রযুক্তি বিশেষজ্ঞদের কাজে লাগিয়ে সেই তথ্য উদ্ধার করেছেন গোয়েন্দারা। একই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছিল শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ২টি ফোন। সেগুলি থেকেও উদ্ধার করা হয়েছে মুছে ফেলা চ্যাট ও তথ্য।

গোয়েন্দা সূত্রে খবর, কুন্তলের ফোন থেকে চাকরিপ্রার্থীদের নতুন তালিকা পাওয়া গিয়েছে। সঙ্গে পাওয়া গিয়েছে গুরুত্বপূর্ণ একাধিক নথি। তবে শান্তনুর ফোন থেকে কী পাওয়া গিয়েছে তা এখনো জানা যায়নি।

কেন ফোন থেকে তিনি তথ্য মুছেছিলেন তা জানতে কুন্তলকে জেরা করছেন ইডির গোয়েন্দারা। ফোন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেও তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে। ওদিকে ফোন থেকে উদ্ধার হওয়া তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য শান্তনুকে বুধবার ফের তলব করেছে ইডি। এবার হাজিরা দিলে চতুর্থবার ইডির গোয়েন্দাদের মুখোমুখি হবেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here