Home বিনোদন ধনধান্য অডিটোরিয়ামে মহানায়ক উত্তমকুমারের ৪৩তম মৃত্যুবার্ষিকী উদযাপন, বিশেষ সম্মান পেলেন টলিউডের কলাকুশলীরা

ধনধান্য অডিটোরিয়ামে মহানায়ক উত্তমকুমারের ৪৩তম মৃত্যুবার্ষিকী উদযাপন, বিশেষ সম্মান পেলেন টলিউডের কলাকুশলীরা

ধনধান্য অডিটোরিয়ামে মহানায়ক উত্তমকুমারের ৪৩তম মৃত্যুবার্ষিকী উদযাপন, বিশেষ সম্মান পেলেন টলিউডের কলাকুশলীরা

[ad_1]

সোমবার কলকাতার ধনধান্য অডিটোরিয়াম আয়োজিত মহানায়ক উত্তমকুমারের ৪৩তম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত হয়েছিল ‘মহানায়ক’ সম্মান প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠান থেকে চলচ্চিত্রে বিশেষ অবদানের কারণে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে ‘মহানায়ক সম্মাননা’ ও ‘বিশেষ চলচ্চিত্র সম্মাননা’ প্রদান করা হয়েছে।  মহানায়ক উত্তমকুমারকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান শুরু হয়েছিল।

এই বিশেষ দিনে ধনধান্য অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন টলিউডের একঝাঁক কলাকুশলী। তাঁদের হাতে এই সম্মাননা তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

মহানায়ক সম্মাননা পেয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক, শ্রাবন্তী চ্যাটার্জি, সায়ন্তিকা ব্যানার্জি, শুভশ্রী গাঙ্গুলী এবং অঙ্কুশ হাজরা।

অন্যদিকে ‘বিশেষ চলচ্চিত্র সম্মাননা’ দেওয়া হয়েছে অভিনেত্রী সোহিনী সরকার, অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য এবং চিত্রপরিচালক হরনাথ চক্রবর্তীকে।

পড়ুন: রণবীর নিজের সম্বন্ধে কী তথ্য ফাঁস করলেন? কটাক্ষের সুর নেটপাড়ায়

অনুষ্ঠানে গান গেয়েছেন নচিকেতা, ইন্দ্রনীল সেন, বাবুল সুপ্রিয়, জোজো, লোপামুদ্রা, রূপঙ্কর, রাঘব, শ্রীরাধা চট্টোপাধ্যায়-সহ একাধিক ব্যক্তিত্ব।

মুখ্যমন্ত্রী মহানায়কের মৃত্যুদিনের স্মৃতিচারণা করে বলেন, ‘সেই দিনটা কিছুটা ভুলতে পারি না। আমি আর আমার মা রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম। কয়েকজন তখন দেখলাম বলছেন উত্তম কুমার প্রয়াত। এতটাই কষ্ট পেয়েছিলাম ভাবতে পারবেন না। আমরা সবাইকে পুরস্কার দিয়েছি। যতজনকে পেরেছি এখনও এই সম্মান প্রদান করে চলেছি। কাউকে আমরা বাদ দিইনি। যাঁরা যোগ্য প্রত্যেককে এই সম্মান দেব।’

ছবি- ইন্সটাগ্রাম

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here