Home ব্লগবাজি ধুলো ~ বৈশাখী চ্যাটার্জী

ধুলো ~ বৈশাখী চ্যাটার্জী

ধুলো    ~      বৈশাখী চ্যাটার্জী
ধুলো :-
***********


ঝড়ের সাথে জড়ো হওয়া কিছু ধুলো --
উড়িয়ে নিয়ে গেছে আমার সবুজ চেতনা ,
উড়িয়ে নিয়ে গেছে কিছু প্রশান্তির নিঃশ্বাস !
বড় সাবলীল মনে হয় আজ নিজেকে --
নিজেরই অজান্তে গড়ে চলেছি ---
কিছু ধুলোর স্তূপ --
অনেক অজানা পেরিয়ে আজ সেই ধুলো ঝড় হল --
কিছু হাওয়া এলো -এলো কিছু বৃষ্টি ---
তারপর পুরনো শহর জুড়ে একলা পড়ে থাকে --
একরাশ কাল নির্লিপ্তি,
আজ শুধু খুঁজে চলে মন কিছু ধুলো --
কিছু হারিয়ে যাওয়া বেদনা সেই ধুলোর সাথে উড়ে গেছে ---
হাতড়ে মরে হৃদয় ---,
যন্ত্রণাহীন -ধুলোহীন একটা শহর
বড় নির্লিপ্ত মনে হয় ॥

               বৈশাখী চ্যাটার্জী:21/05/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here