Home ব্লগবাজি পথ — ২ ~ হরিৎ বন্দ্যোপাধ্যায়

পথ — ২ ~ হরিৎ বন্দ্যোপাধ্যায়

পথ — ২  ~ হরিৎ বন্দ্যোপাধ্যায়
পথ --- ২
-------------
হরিৎ বন্দ্যোপাধ্যায়



      নির্জন দুপুরে ঘুমন্ত মায়ের পাশ থেকে একদিন পা টিপে টিপে আস্তে আস্তে
ঘরের বাইরে এসে দাঁড়াই। চোখের সামনে দিগন্ত বিস্তৃত মাঠ। মাঝখান দিয়ে একখানি
পায়ে চলা পথ। রোদের রঙে তার সে কী রূপ! চোখ ফেরাতে পারি না। সম্বিত ফিরতে
বুঝতে পারি সে আমাকে হাতছানি দিয়ে ডাকছে। কাছে না গিয়ে উপায়ও ছিল না। আমি
তখন ডাকা বুঝতে পারি। মন চায় কেউ আমাকে ডাকুক। ওই কিশোর বয়সে সেই আমার প্রথম
ডাক পাওয়া। আমি তখন চাইছিলাম কারও পাশে গিয়ে বসি। কেউ আমার সম্বন্ধে আগ্রহ
দেখাক। সেই অর্থে পথই আমাকে প্রথম ডেকেছিল। বসতে দিয়েছিল পাশে। পথের শরীর, তার
গন্ধ আমাকে মুগ্ধ করে। তার পাশে বসেই তো আমি বুঝতে পারি, আমারও একটা মন আছে।
সেই মন নির্জন দুপুরকে চায়। কাজ না থাকলেই যে মন বৈশাখের দুপুরকে মাথায় নিয়ে
জমির আল ধরে নিরুদ্দেশের দেশে পাড়ি দিতে চায়।
      পথই প্রথম আমার চোখে চোখ রাখে। হাতে রাখে হাত। এই প্রথম আমি কানে শুনতে
পেলাম, কেউ একজন আমাকে জানতে চাইছে। আমার গল্প। সত্যিই কী আমার কোনো গল্প আছে?
হঠাৎই তো যেন একদিন কিশোর হয়ে গেলাম। সে কী সত্যিই কোনো গল্পের পথ মাড়িয়ে
এসেছিল? মনে তো পড়ে না। হয়তো এসেছিল। হয়তো কোনো গল্পের পথ ধরেই সে এসেছিল।
আসলে সেগুলোকে যে গল্প বলে সেটাই হয়তো আমি জানতাম না!
আসলে দোষটা আমারই। ভেবে উঠতেই পারি নি, আমাকেও কেউ শুনতে চাইবে!
      আমি হাত বাড়াই। পথ আমার হাত ধরে। পথের রঙে ডুব দিয়ে আমি গল্পের গায়ে
কান পাতি। শব্দ শুনতে পাই কিন্তু তার অর্থ খুঁজে পাই না। আবহসঙ্গীতের মতো
একটানা একটা শব্দ থেমে থেমে বেজে যায়। গল্প আসে না। আমি যেন কোথাও একটা
দাঁড়িয়ে পড়েছি। ভাবতে ভালো লাগে আমার পাশে কেউ একজন এসে দাঁড়িয়েছে।
আনন্দে আমার চোখ বুজে আসে।

                                         হরিৎ:21/05/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here