Home ব্লগবাজি প্রতিবাদ : বৈশাখী চ্যাটার্জী

প্রতিবাদ : বৈশাখী চ্যাটার্জী

প্রতিবাদ   : বৈশাখী চ্যাটার্জী
সত্যি কথা বললে দেখি
তোদের খুব রাগ হয় --
তোদের এত কিসের ভয় রে ?
সমাজ গড়বি গড় না..
চোখ রাঙ্গানি ছাড় না ,
তোদের পচা গলা নোংরা খাবার
বদহজমেই তোরা ছাড়খার...
আবার একটু নেশা ছাড়াও জমে না
তাই বুঝি সব ভুল বকছিস...
নেশায় যেন বিকিয়ে আছিস....
দেশ দুনিয়ার রক্ত চুষে
দেশ গড়বি...?
সমাজ কে ছিঁড়ে খেয়ে আবার সেলাই করবি ?
আর সত্যি কথা যদি ভুলেও শুনিস
দেখেই নিবি তাকে ,
পারলে তাকে খুবলে খাবি -জিভ কাটবি
এমন করে কি পারবি তোরা ??
সমাজ এবার ঘুরে দাঁড়া -
তোরা কেও অন্ধ বধির নোষ
ভুল ঠিক টা ঠিকই বুঝিস...
তাই নদীর ধসে তলিয়ে যাওয়া সমাজটাকে
 একটু তুলে ধর ,
সিমেন্ট আর কংক্রিট এ তাকে
মজবুত করে গড়..........॥
                          বৈশাখী চ্যাটার্জীঃ ৩১/৩/২০১৭

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here