Home আপডেট রাজ্যে রাজতন্ত্রের সূচনা হয়ে গিয়েছে, অভিষেকের প্রশাসনিক সভাকে কটাক্ষ শুভেন্দুর

রাজ্যে রাজতন্ত্রের সূচনা হয়ে গিয়েছে, অভিষেকের প্রশাসনিক সভাকে কটাক্ষ শুভেন্দুর

রাজ্যে রাজতন্ত্রের সূচনা হয়ে গিয়েছে, অভিষেকের প্রশাসনিক সভাকে কটাক্ষ শুভেন্দুর

ডায়মন্ত হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা দিয়ে পশ্চিমবঙ্গে রাজতন্ত্রের সূচনা হল বলে মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার ডায়মন্ড হারবারে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করেন স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে হাজির ছিলেন জেলাশাসকসহ তাবড় প্রশাসনিক কর্তারা। শুভেন্দুর প্রশ্ন, রাজ্যের বাকি ৪১ জন সাংসদকেও এই রকম প্রশাসনিক বৈঠক করতে দেবেন তো মুখ্যসচিব।

শনিবার বিকেলে কলকাতার মাহেশ্বরী ভবনে এক সাংবাদিক বৈঠকে শুভেন্দুবাবু বলেন, ‘রাজ্যের ৪২ জন সাংসদের মধ্যে একজনের জন্য জেলাশাসক যে সভাটা করেছেন তাতে মনে হচ্ছে পশ্চিমবঙ্গে রাজতন্ত্রের সূচনা হয়ে গেছে। এরকম ঘটনা আমিরশাহি, ভুটানের মতো রাজতন্ত্রে ঘটে। সেখানে যুবরাজ বলে একটি পদ রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে জেলাশাসকের উদ্যোগে শনিবার যে ঘটনা হল তাতে ২০২৩ সালে রাজতন্ত্রের সূচনা হল’।

তিনি বলেন, ‘আমি এই দলের স্তাবক মুখ্যসচিবের কাছে বিরোধী দলনেতা হিসাবে জানতে চাইব বাকি ৪১ জন সাংসদের জন্যও কি আপনি একই ব্যবস্থা করবেন? আপনার প্রশাসন করবে’?

এদিন শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, রাজ্যে কোথাও প্রজাতন্ত্র দিবসের সরকারি অনুষ্ঠানে বিজেপি বিধায়ক সাংসদদের আমন্ত্রণ জানানো হয়নি। এমনকী করের টাকায় রাজ্যজুড়ে যে বইমেলা গুলি হচ্ছে সেখানেও বিরোধী জনপ্রতিনিধিরা আমন্ত্রণ পান না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here