Home ব্লগবাজি লোকপথ থেকে দেবপথে আমাদের মা ~ অদিতি চক্রবর্তী

লোকপথ থেকে দেবপথে আমাদের মা ~ অদিতি চক্রবর্তী

লোকপথ থেকে দেবপথে আমাদের মা ~ অদিতি চক্রবর্তী
লোকপথ থেকে দেবপথে আমাদের মা
************************************
- 
এনাটমি ক্লাস,হবু ডাক্তারবাবুদের খাসঘর,
টানটান উত্তেজনা পারদ লাফাচ্ছে, শরীর আসছে অন্ধকারের ছিরিছাঁদ ভেঙে উজাগর
ইশারায়।
বরফগুঁড়ির জলসা মাখা ছন্নদশা দেহটার
ফসিল চোখের অলিতে গলিতে রাজকীয় বঞ্চনা
জীবিত অবস্হায় কোনদিন ভর করেনি মাংসাশী প্রেম বাসনা।
আজ বাসনার মাংসপিণ্ড।
নাগরিক থেকে আকরিক হয়ে ওঠা এপাশ - ওপাশ 'একবগ্গা প্রতিশ্রুতি'।
স্বামী, সংসার চায়নি তবু দাবীর উঠোনে
কুলো ঝাড়তে চেয়েছিল এই অন্য মহিলাটি ।
কারণ সামাজিক মহিলাটি
সামাজিকতার দায়ভারে দেহদান স্বীকারপত্রে লুকিয়ে অঙ্গীকার করেছিল ।
ক্রমশঃ ছুরিতে ছুরিতে পলিগ্যামী ...
তিরতির কারিকুরিতে কারুকাজি শিক্ষার কাঁপন ।
ছুরি উপর থেকে নীচ, বাঁ থেকে ডান
খাবল দিয়ে বাদ দিচ্ছে বিবাদ।
লিপিবদ্ধ করছে একদা পদে পদে থাকা বিপদ।
পাথর চোখের পলতে কাঁপছে না, আঁখি পল্লব 'কালীতারা' আগেই খুইয়েছে । হৃদযন্ত্র ,
কিডনি ইত্যাদিও দখলদারের আওতায়
বিজাতীয় ক্রোধের বুড়বুড়িতে কাঁপছে না
অধর ওষ্ঠ, আশু প্রাপ্তির আশায় নেই কোনো শীৎকার,কিছু আমুদে আলো লুটছে শরীরটা।
ছত্রভঙ্গ স্বীকারোক্তি যেন আরো একটা স্বীকৃতি দিতে প্রস্তুত। অনেকটা যেন
পেরেছি - সুখভারে ফুলেওঠা শরীরটা হালকা ।
পরিবারের অনিচ্ছাটা শেষমেষ যদিও অনুনয়ে ঠেকেছিল।
এক বেটার মা এতকালের লালসা আগলানো
দেবী থেকে এভাবে অ্যানাটমি ক্লাসের লুফোলুফি !
হঠাৎ তার উন্মুক্ত যোনিদ্বার দাবী করে বসল একটা 'শান্তিকলম'
যে কলমে লেখা হবে ... শরীরি ছুৎমার্গের ব্রতকথা ।
পুরুষালি ছলনায় ছেনাল না হবার রফায় যেই নারী, অভিপ্রায় বদলের বেখেয়ালে বাবার
'মণি' থেকে স্বামীর 'রমণি' হয়েছিল,
সে ছেঁড়াফাটা হতেই আজ শুনশান পথের শপথে এসেছে ।
কুপোকাত শরীর কাঁটা ছুরির জলতরঙ্গ তালে ছিড়কুটি হাসি মেলে ধরেছে ।
ব্যবচ্ছেদের বিচ্ছেদ ফলে এদিক ওদিক ছিটকে যাচ্ছে কিছু ফুটকি।
ওদিকে বাইরের পৃথিবীর উঠোনে
শরৎ লজ্জাবনতা নববধূর রূপে দীপ জ্বেলেছে।
কুমোরটুলির এনাটমির ক্লাসে ফুটকির পর ফুটকিতে মা'র সাজের গড়ন আকরিক থেকে
নাগরিক হচ্ছেন আমাদের মা
অদূরে আমাদের প্রত্যেকের ব্যক্তিগত মা হাসছেন,কেননা তাঁর গর্ভের অমরা ভেদ করে
মা'র চলাচল লোকপথ থেকে দেবপথে ।
                                অদিতি চক্রবর্তী: 21/05/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here