Home আপডেট মুক্তি পেল ‘৮৩’ সিনেমায় গাভাসকরের ক্যারেক্টর পোস্টার

মুক্তি পেল ‘৮৩’ সিনেমায় গাভাসকরের ক্যারেক্টর পোস্টার

মুক্তি পেল ‘৮৩’ সিনেমায় গাভাসকরের ক্যারেক্টর পোস্টার

মুক্তি পেল ‘৮৩’ সিনেমায় প্রথম ক্যারেক্টর পোস্টার। ১৯৮৩ সালে ইংল্যান্ডের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের গল্প নিয়ে ২০২০ সালে মুক্তি পাবে ‘৮৩’। বজরঙ্গি ভাইজান খ্যাত পরিচালক কবির খানের নির্দেশনায় ‘৮৩’ সিনেমাটিত তৈরি হয়েছে। ছবিতে কপিল দেবের চরিত্রে অভিনয় করেছন রণবীর সিং। কপিল দেবের স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাডুকোন।

কপিলের চরিত্রে রণবীরের লুক প্রকাশের পর, তাঁকে কিংবদন্তি ভারত অধিনায়ক চরিত্রে দর্শকরা গ্রহণ করেছেন। এবার কপিলের বিশ্বকাপজয়ী দলের অন্যতম প্রধান ব্যাটিং স্তম্ভ সুনীল গাভাসকরকে সিনেমায় কীভাবে ফুটিয়ে তোলা হয়েছে, ফাঁস হল।

https://www.instagram.com/p/B7Ku7SQBQQH/

এদিন রণবীর সিং সোশ্যাল মিডিয়ায় ‘৮৩’ সিনেমায় গাভাসকরের লুকটি প্রকাশ করেন। পর্দায় গাভাসকরের চরিত্রটি তাহির রাজ বাসিন অভিনয় করেছেন। এর আগে তাঁকে মারদানি, ছিচোরে, ফোর্স ২, মান্তোর মতো ছবিতে দেখা গিয়েছে।

রণবীর, কিংবদন্তি গাভাসকরের ছবি প্রকাশ করতে সোশ্যাল মিডিয়া জুড়ে আলোচনা তুঙ্গে। ব্যাট হাতে গাভাসকেরর শট নেওয়ার মুহূর্তটি পোস্টার হিসেবে প্রকাশ করা হয়েছে। এভাবেই ৮৩ বিশ্বকাপ জয়ী দলের সদস্যের প্রত্যেকের ক্যারেক্টার পোস্টার লঞ্চ করার ভাবনা প্রযোজক-পরিচালক। এর পাশাপাশি এদিন ছবির লোগোও মুক্তি পয়েছে।