Home খেলাধুলো দাবানল দুর্গতদের পাশে দাঁড়াতে এগোলেন টেনিস তারকারা

দাবানল দুর্গতদের পাশে দাঁড়াতে এগোলেন টেনিস তারকারা

দাবানল দুর্গতদের পাশে দাঁড়াতে এগোলেন টেনিস তারকারা

অস্ট্রেলিয়ায় ভয়াবহ আকার ধারন করেছে দাবানল। সেই দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় অর্থ সংগ্রহের জন্য অস্ট্রেলিয়ান ওপেনের আগে প্রীতি ম্যাচে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন টেনিস বিশ্বের শীর্ষ তারকারা।

এনারা হলেন রজার ফেদেরার, রাফায়েল নাদাল ও সেরেনা উইলিয়ামস,নোভাক জোকোভিচ,নাওমি ওসাকা প্রমুখরা। গত সপ্তাহে টেনিস অস্ট্রেলিয়া থেকে ঘোষণা করা হয়েছিল অস্ট্রেলিয়ান ওপেন শুরুর সপ্তাহখানেক আগে আগামী ১৫ জানুয়ারি মেলবোর্নের রড লেভার এরিনার সেন্টার কোর্টে ফান্ড রাইজিং প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। এছাড়াও প্রীতি ম্যাচে খেলবেন নাওমি ওসাকা, ক্যারোলিন ওজনিয়াকি, নিক কির্গিওস, স্টিফানোস সিতসিপাস। প্রায় আড়াই ঘন্টা সময় নিয়ে এই আয়োজনটি করা হবে। ইতিমধ্যেই বিভিন্ন ভাবে প্রায় ১.২ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার ত্রান হিসেবে সংগৃহীত হয়েছে ।