Home আপডেট আবার আফগানিস্তানের রাষ্ট্রপতি হতে চলেছেন আশরাফ ঘানি

আবার আফগানিস্তানের রাষ্ট্রপতি হতে চলেছেন আশরাফ ঘানি

আবার আফগানিস্তানের রাষ্ট্রপতি হতে চলেছেন আশরাফ ঘানি

ভোটে জিতে ফের আফগানিস্তানের রাষ্ট্রপতি হতে চলেছেন আশরাফ ঘানি। সেপ্টেম্বর মাসের ২৮ তারিখ নির্বাচন হয়েছিল আফগানিস্তানে। ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ নির্বাচনে প্রায় ১৯ লাখ ভোটার অংশগ্রহণ করেন। এরপর আজ রবিবার রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে দেশটির নির্বাচনী কর্তৃপক্ষ ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন (আইইসি) প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণার পর অনানুষ্ঠানিকভাবে আশরাফ ঘানিকে জয়ী ঘোষণা করে। নির্বাচনে আশরাফ ঘানি ৫০ দশমিক ৬৪ শতাংশ ভোট পেয়ে জয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল্লাহ আবদুল্লাহ ৩৯ দশমিক ৫২ শতাংশ ভোট পেয়েছেন।১৯ অক্টোবর নির্বাচনের ফলাফল ঘোষণার কথা থাকলেও জালিয়াতির অভিযোগ ও প্রার্থীদের প্রতিবাদের কারণে ফলাফল ঘোষণায় বিলম্ব করা হয়।এদিকে নির্বাচনের ফল প্রত্যাখান করে ড. আবদুল্লাহর নির্বাচনী দল এক বিবৃতিতে জানায়, তারা এ ফলাফলের বিরুদ্ধে আপিল করবেন।রাষ্ট্রসংঘ নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণাকে স্বাগত জানিয়েছে। পাশাপাশি তারা দেশটির নির্বাচনী কর্তৃপক্ষকে সবপ্রকার অভিযোগ থেকে সম্পূর্ণ স্বচ্ছ থাকার আহ্বান জানিয়েছে।